এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কমঞ্চাঞ্জলি ? হু দিকে
কি দিব বিদায়-চিহ্ন, তুমি তুলে’ লও—
বকুল চম্পক বেল। তোমারি সকল ।
ধরার বসন্ত বটে, অামি বৈতরণী-তটে খুজিতেছি কোথা মৃত্যু—তুষার-শীতল ।
যাও তবে—কি বলিব ! কভু কোন দিন শুন যদি অভাগার হয়েছে মরণ,—
একদিন ধরাতলে, এক বিন্দু নেত্রজলে তৃষাহত প্রণয়ের করিও তপণ ।
ছ’ দিকে
তু’ দিকে ফিরাল মুখ নীরবে তু’ জন,
জন্ম মত পরম্পরে চাহি একবার । পড়িল গভীর শ্বাস, মুছিল নয়ন,
ঘুচিল না নয়নের তবু অন্ধকার । রহিল পড়িয়। পিছে পুম্পিত কানন,
সম্মুখে অপরিচিত সুদীর্ঘ সংসার । যায়—যায়—তবু যায়, বাধিছে চরণ,
কে জানে পৌছিবে কি না গৃহে যে যাহার
যায়—যায়—তবু যায়, বিশুষ্ক নয়নে
রাখিয়৷ কলঙ্ক-রেথ সরে” গেছে জল ।
যায়—যায়—শূন্তে চায়, অতি শূন্ত মনে,—
ছিন্ন ভিন্ন চুর্ণ সব, শূন্ত ধরাতল ।
চুম্বন-চিহ্নটা সুধু অধর-শয়নে,—
জীবনের চিরস্মৃতি, মরণ-সম্বল ।
መዓ