পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कंमकांथनेि १ नश्नांदंश्ले §§ পরবাসে পতি, মরে কেন সতী? মতি-গতি পতি-পায়। আপন মরণে আপনি বরিয়া, . কেমনে বুঝাব তায়। সংসারে দে রে, দে রে, ছেড়ে দে রে, ছুটে গিয়ে কেঁদে আসি। পারি না বহিতে আর এ মায়া-মমতা-রাশি। এ কি স্নেহ, এ কি ভয়, এ কি হাসা, এ কি কাদা। ফিরিতে দিবি না পাশ—শত নাগ-পাশে বাধা। গেল, গেল, সব গেল—আকুল সমুদ্র-আশ, —ও ক্ষুদ্র ইঙ্গিত-পথে ছুটে’ ছুটে বারো মাস। কোথা সে পৌরুষ-গর্ব্ব—বিশ্বত্রাস সে গর্জন। সে উল্লাস, সে উচ্ছ্বাস, উৎক্ষেপণ, বিক্ষেপণ। ছেড়ে দে, পাগল প্রাণ উধাও ছুটিয়া যাক। পুষ্প-পরিমল-ভারে যে থাকে—পড়িয়া থাক। ছরস্ত প্রলয়-ঝড়—আছে তার শত কাজ, অঞ্চল-বাজন হ’তে আসে নি সে ধরা-মাঝ। পড়, পড়, খসে পড়, হাহ, তৃণ-গুল্ম-বাস। উঠুক আকাশে গিরি উদগারি অনল-খাস। জ্বলে’ যাক চিরস্থির-কুঙ্কটিকা-অন্ধকার। ক্ষুদ্র নিঝরিণী-ধ্বনি—শত প্রতিধ্বনি তার। লুটাক চরণে ধর, ইঙ্গিতে বর্ত্তন-পথ। পারি না থাকিতে আর স্পন্দহীন চিত্রবৎ। আকাঙ্ক্ষা–ব ঘরাকাজক্ষ, বুঝিতে সময় নাই, ধুধু ধুধু করে প্রাণ—হুহু হুহ ছুটে যাই। कनकॉअजि-●