পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रेल কেহ পরিবে না যদি মালা, মিছে কেন কাদি ফুল তুলি। কেহ শুনিবে না যদি গান, মিছে তুখে আকুলি ব্যাকুলি। মিছে কেন ফেলি দীর্ঘ শ্বাস, পরে চেয়ে, হৃদি-খাতা খুলি। কি-এমন পারি না সহিতে? কি-এমন পারি না বহিতে? ওগো, তাই ভাবি—তাই ভাবি সদা, কি ভুলেতে আছি আমি ভুলি। উপক্রমণিকা নীরবে ওঠে যে ঢেউ, বুঝিতে চাহে না কেউ সুথির হইয়া। কত ক্ষুদ্র ক্ষুদ্র আশা, ভালবাসা ভাসা-ভাসা, কাল-সিন্ধুগর্ভে যায় বৃথা তলাইয়া। পরাণ ভাঙেনি যার, ক্ষুদ্র মুখ হুখ তার, ক্ষুদ্র তার কাছে। যে আছে জ্যোস্নায় ভুলে ক্ষুদ্র তারা, ক্ষুদ্র ফুলে, কি ক’রে বুঝাব তারে, কি জগত আছে। কে বুঝিবে?—প্রাণে যার দিনরাত অনিৰার বিধিতেছে সূচি। নাহি বার দীর্ঘ শ্বাস, ७षडयंग्छला, झt-हङांश्नं কে বুঝিবে কথা তার, মন-ভাঙা কুচি।