এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
কার বঁাশী গেয়ে গেল কাহার তরে! বাধিতে ছিলাম মন আপন ঘরে। বুঝিতে পারি না তায়, কি খেলা খেলিতে চায়। দুরে থেকে কেন ডেকে পাগল করে? বাধিতে বসিলে মন অ্যাপন ঘরে।
ব্ৰজাঙ্গন
( খাম্বাজ, একতাল। )
উছলি প’ড়িছে সারা দিন রাত,
বীর বীর বীর চোখের জল।
আপনার প্রাণ নহে আপনার,
সজনি, কারে কি বুঝাস বল?
প্রেমের বাধুনি ফেলিব খুলিয়া,
বুকেতে আবার বাধিব বল?
মেঘের পানেতে চাহিয়া যখন,
রাখিতে পারি না চোখের জল।
ফুটিলে কুসুম, ছুটিলে সমীর,
উছলিলে, সখি, যমুনা-জল,—
কি যেন স্বপনে, হারাই আপনে,
মনেতে থাকে না এ যে ধরাতল।
ফুটিলে চাদিম, কঁাপিলে জোছনা,
কোথায় ডুবিয়া ভাসিয়া যাই।
আমার—আমার, কে আছে আমার কোথাও কাহারে খুজে না পাই।