পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুল ঃ এৰি ঝটিকার খেলা ھه প্রাণ কাদিবার তরে উঠিতেছে হাহ ক’রে, বুঝিছে না অথচ কি হুখ। বরষার মেঘ-প্রায় বারে না, নড়ে না, হায়, ক্রমশঃ যেতেছে ভরি বুক; ঘোর-ঘোরা কি অব্যক্ত দুখ। যেন মরণের পাখt, ক্রমশঃ দিতেছে ঢাকা, এ আমারে, এ আমার হ’তে। কল্পনা, সংসার, পাপ, মায়া, মোহ, প্রেম-তাপ, বুঝি না,—অলক্ষ্যে আসে ল’তে কে, আমারে এ আমার হ’তে। একি ঝটিকার খেলা একি ঝটিকার খেলা হৃদয়ে আমার। এই আশা, এই ভয়,—জীবন, মরণ; এই সাধ, অবসাদ,—শ্বাস, হাহাকার; এই গান, এই তান, এই সমাপন। এই শ্রান্তি, এই শাস্তি—মূরছ, কম্পন; এই হৃত, এই গ্রীত,—সজল, তরল; এই উষা, এই সন্ধ্যl,−বন্ধন, ছেদন; এই বজ-দগ্ধ, এই তুষার-শীতল। একি উন্মাদের খেলা আমার হৃদয়ে। শুষ্ক পত্র মত উঠি ঝটিকার আগে, শূন্ত তরঙ্গের মত ঘোলা বেলা-ভাগে ন। উঠিতে লুটে পড়ি, ফেণ-পুঞ্জ লয়ে। নাহি চাই, নাহি পাই, কিছুই আমার। সদা শূন্ত আক্রমণ, শূন্ত অধিকার।