পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ఠిన অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী হুহু হুহু বহে বায়ু, আকাশ আঁধার, উলটি পালটি ভূমে পড়ে তরু-মাথা। নিজ নিজ কাজে যাও, পুত্র, পরিবার, ধরার হিসাব-খাতে দেখি শূন্ত পাতা। শত বাহু আস্ফালিয়৷ ছুটিছে তটিনী, আমূল উঠিছে কেঁপে এ ক্ষুদ্র কুটার। যা লইয়া চলি-ফিরি—সে যেন কাহিনী। জীবন-উদ্দেশু যেন স্বতন্ত্র, গম্ভীর। যাও, যাও—দুরে যাও, পুত্র, পরিবার। চারি দিকে হুহু হুহু, দৃষ্টির অতীত। নয়ন মুদিয়া আমি ভাবি একবার, ‘জীবনের কি উদেশ্য ধরার সহিত।” ফুল-শয্যা ফুল-শয্যা, ফুল-উপাধান, ফুল-গন্ধে অলস সমীর। মদির স্বপনে দুটি প্রাণ আসিছে ভাঙিয়। দুটি তীর। তুটি গাছি মালা শয্যা পরে, নিবেও নেবে ন৷ দীপ, হায়। সার। রাত বসিয়৷ কি করে। দ্বারে কাণাকাণি শোনা যায় ওগো, চাও, মুখ তুলে চাও, চির দিন চাহিব যে আমি। দাও মালা, বাহু-লতা দাও, চরণে লুটায়ে পড়ি, স্বামি।