পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বত পুত্র-মুখ চুমিছে গোপাল। শিশু-হারা হা বিধি, কেন রে করিলি তারে চুরি? অভাব কি হ’য়েছিল স্বরগে মাধুরী? কি এমন ছিল না রে চাদের হাসির ধারে? তোর সে শোভার রেখা, যেত না কি মিলে, বিনে কচি মুখ-খানি মাঝেতে ন দিলে? বুক-বাধা বাহু-হুটি বুকের সঙ্গেতে টুটি— জুড়ে দিলি কার? ছিড়েছিল হেন শাখা, কোন লতিকার? আমারে করিয়৷ অন্ধ, কারে দিলি সে আনন্দ? কোন হরিণীর শিশু, ছিল আঁখি-হারা? পেয়ে ছুটি টান চোখ, পুন হ’লে খাড়া। কোন নন্দনের পাশে, অলস জোছন। হাসে, কোন মন্দাকিনী-স্রোত থেমেছিল ভুলে? চলি-চলি চলা তার দিলি কুলে কুলে। 9数