는
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
বুঝিছ কি এ আনন্দ– এত আলো, এত ছন্দ,
এত গন্ধ, এত গীতিগান ।
কত জন্ম-মৃত্যু দিয়া, কত স্বৰ্গ-মর্ত্য নিয়া করি আজ তোমারে আহবান ।
বিস্ময়ে—কাতর চক্ষে হের, এ কম্পিত বক্ষে
কত শোভা—কত ধ্বংস, প্রিয়া ।
শত শত ভগ্ন স্তৃপ— কি বিরাট—অপরূপ—
জন্ম-জন্ম আশা-স্মৃতি নিয়া ।
চিত্রে শিল্পে কাব্যে গানে মগন তোমার ধ্যানে,
তুচ্ছ করি’ কালের গরিমা !
পাষাণে পাষাণে রেখt— তোমার প্রণয়-লেখা,
মর জড়ে অমর মহিমা ।
N9
আসে সন্ধ্য। মৃত্যু-গতি, আকাশ কোমল আতি,
জল স্থল নিম্পন্দ নিৰ্ব্বাক,
পশু পক্ষী গেছে ফিরে’, ফুটে তারা ধীরে ধীরে,
শ্রাস্ত ধরা—শ্রথ বাছ-পাক ।
এস, এ হৃদয়ে মম, অফুট চন্দ্রিক সম, প্রেমে স্তব্ধ, স্নিগ্ধ করুণায় ।
ঢেকে দাও সব ব্যথা, অসমত, অক্ষমতা,
জড়ায়ে—ছড়ায়ে আপনায় ।
ল’য়ে প্রেম-সুধারাশি এস দেবী, এস দাসী,
এস সখী, এস প্রাণপ্রিয়৷ ৷
এস, সুখ-দুঃখ-দুরে, জন্ম-মৃত্যু ভেঙ্গে-চুরে,
স্মৃষ্টি-স্থিতি-প্রলয় ব্যাপিয়া ।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৪২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
