পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্খ; অপরাহুে && দূর মাঠ পানে চেয়ে, চেয়ে—চেয়ে, শুধু চেয়ে রয়েছি পড়িয়া। ধু-ধু ধু-ধু করে মাঠ, ধু-ধু-ধু আকাশ-পাট, পড়িয়া ধুসর রৌদ্র পরিশ্রাস্ত মত। হু-হু হু-হু বহে বায়— বাপাইয় পড়ে গায়, কোথাকার কথা যেন ল’য়ে আসে কত। হৃদয় এলায়ে পড়ে যেন কি স্বপন-ভরে। মুদে আসে আঁখি-পাত যেন কি আরামে। অন্ত মনে চাহি’ চাহি’—কত ভাবি, কত গাহি। পড়িছে গভীর শ্বাস—গানের ৰিরামে। খসে খসে পড়ে পাতা, মনে পড়ে কত গাথা— ছায়া-ছায়া কত ব্যথা সহি ধরাধামে। অপরাহ্লে শুনি নাই কার কথা, বুঝি নাই কার ব্যথা— এত কাব্যে, এত গাথt-গানে। দেখি নাই কার মুখ— এত সুখ, এত দুখ, এত আশা, এত অভিমানে। এ জীবনে পূরিত সকল, সে যদি গো আসিত কেবল। গানে বাকি স্বর দিতে, ফুলে বাকি তুলে নিতে, স্বপ্ন বাকি হইতে সফল— সে যদি গো আসিত কেবল। অযতনে ব্যর্থ হয় সবি। ধরিয়া তুলিট স্বধু দুটা রেখা টেনে গেলে— শূন্ত হৃদি, হ’য়ে যেত ছবি।