পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७को १. श्रृङ्घ, o কোথা হ’ভে কি যে হয়। শূন্ত—সব শ্বস্তৰয়। मिडूंबड1 खश९ खूक्लिग्ना! वज्रबं★ग्रांथ-इंiनहग्नांथ, ख्वनङ् कौबन-¢दांथ! हेव्ह शक,-भग्नि चक्रांझांङ्गिब्रः। মরণে কি মরে প্রেম? অনলে কি পুড়ে প্রাণ? বাতাসে কি মিশে গেল সে নীরব আত্ম-দান? জীৱন-জড়ান সত্য-সকলি কি মিথ্য আজ? গৃহ ছাড়ি’ গৃহ-লক্ষ্মী শুইয়া শ্মশান-মাঝ। সহসা নিদ্রার মাঝে এ কি জাগরণ মম | এই ছিলে—আর নাই, চলে’ গেছ স্বপ্ন সম। .প্রতিপল-পরিচিত॥ তোমারে বিচ্ছিন্ন করি? কেমনে এ শূন্ত-মনে এ শূন্ত-জীবন ধরি। কি ছিলে আমার তুমি,—প্রেয়সী না ক্রীতদাসী? ছট হাতে সেবা ভরা, বুকে ভর প্রেমরাশি। একান্ত-আশ্রিত-প্রাণ–নাই নিজ স্থখ হখ, সব অণগt—সব সাধ আমাতেই জাগরূক। জাগে শোকে অভিমান,—কেন এত ভালবেসে আভাসে বল নি তুমি, এত দুখ দিবে শেষে। তুমি অভিশপ্ত দেবী—কেন বল নাই আগে,— শুধু স্বরগের ছায়। দেখাইছ অমুরাগে? একে একে প্রতি দিন, প্রতি কথা মনে পড়ে, আবার যে হয় ভ্রম—তুমি বসে আছ ঘরে। পরিজন-মুখপানে কাতর-নয়নে চাই, আকুলিয়া উঠে প্রাণ, নাই তুমি, নাই—নাই।