পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মনে হয়,—দুই জনে  দু'খানি মেঘের মত
 রহিয়াছে জগতেরে ঘেরি'।
 আমি— তোমাদের মাঝে একটি বিদ্যুৎ সম
 চকিত জ্বলিয়া,
 মিশায়ে- মিলায়ে, যাই মিশিয়া— মিলিয়া!

তর্কে

অবস্থার শিখরে উঠিয়া,
অবস্থার গহ্বরে লুটিয়া,
বুঝিয়াছি আমি যাহা, তর্কে কি বুঝাব তাহা?
প্রকৃতির জড়পিণ্ড তুমি—
বুঝাইব কেমনে তোমারে?
জীবন নহে ত সমভূমি—
দেখিয়া লইবে একেবারে


গীতি-কবিতা

ক্ষুদ্র- বনফুল-বাসে
সারাটা বসন্ত ভাসে;
 ক্ষুদ্র-উর্ম্মি-মূলে বুলে প্রলয়- প্লাবন;
ক্ষুদ্র শুকতারা কাছে
চির-ঊষা জেগে আছে;
 ক্ষুদ্র স্বপনের পাছে অনন্ত ভূবন।

 ক্ষুদ্র-বৃষ্টিকনা-বলে
 সপ্ত পারাবার চলে;
 ক্ষুদ্র বালুকায় গড়ে নিত্য মহাদেশ;
ক্ষুদ্র বিহগের সুরে
 ষড়-ঋত-চক্র ঘুরে;
 ক্ষুদ্র বালিকার চুম্বে স্বরগ-আবেশ।