পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५था ६ श्रट-ौछ বিধব। ভগিনী পথ চেয়ে র’বে, বুঝিবে না কোন মতে— মাতৃপিতৃ-হীন ক্ষুদ্র ভ্রাতা তার সেই যে গিয়াছে পথে। দেশে আসে পতি, নবীন যুবতী— বুকে না আনন্দ ধরে; কুলে ডুবে তরী, ধরা-ধরি করি’ বিধবায় আনে ঘরে। বিত্রত জনক, মাতৃহীন শিশু কিছুতে নাহি যে ভোলে— পথে পথে যাবে, ঘোমটা দেখিবে— কাদিবে ‘মা—ম৷” বলে’। ঘরে ঘরে মৃতু্য—শোক-হাহাকার, আমার একেল নয়; সবাই সহিছে, আমিও সহিব, সময়ে সকলি সয়। কারা ছিল কাল? কে আমরা আজ? পরশ্বঃ আসিবে কারা? হাসিয়৷ কাদিয়া অন্ধ মৃত্যু-মুখে ছুটিছে জীবন-ধারা। কোথায় মিলায়? কে জানে কোথায়। কোথায়—কোথায়, প্রিয়া। আকুলিয়৷ বায়ু চিতাভস্ম তার দেয় দেহে মাখাইয়া। $6