পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কোথায়—কোথায়? আসে প্রতিধ্বনি আবার শ্মশান-যাত্রী। মেঘে মেঘে মেঘে দিবস ফুরাল, সম্মুখে আঁধার রাত্রি। وميه গৃহ নিরানন্দ অন্ধকার। আমি কি এ গৃহ-স্বামী? চোরের মতন আমি ভয়ে ভয়ে হেরি চারিধার। সারাদিন ঘুরি পথে পথে, মিলি জন-কোলাহলে; হৃদয় বাধিয়া বলে, বিশ্বাস করিয়া কোন মতে— ফিরিয়াছি গৃহে আপনার। অঁাখি মেলি দেখিবারে সাহসে কুলায় না রে— পাছে ভুল ভাঙ্গে পুনর্ব্বার। নিঃশব্দে দাড়ায়ে আছি দ্বারে; জগৎ আঁধার স্তব্ধ, হৃদয়ে দারুণ শব্দ– ভুলিতে পারি না আপনারে। আবার আশায় করি ভর, ঘরে বা তুলসী-তলে যদি তার দীপ জ্বলে— যদি তার শুনি কণ্ঠ-প্রৱ—