পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\}e অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী দ্বিগুণ নিস্তব্ধ সব; করিতেছি অনুভব— নিঃশ্বাস হতেছে ক্ষীণতর, বাড়িছে মৃত্যুর পরিসর। কিছুতে কাটে না কাল, রচিতেছি চিস্তা-জাল কত কি যে জড়ায়ে—জড়ায়ে, ‘গুটী’ সম, আপন হারায়ে। মাঝে কোথ। ভুলে যাই— আকাশের পানে চাই অভ্যাসে জুড়িয়া দুই কর; শূন্ত দৃষ্টি—কি শূন্ত অস্তর। পেচক ডাকিল দূরে, বাদুড় পলাল উড়ে, ফেরুপাল করিল চীৎকার; অচল অটল অন্ধকার। নাহি আশ, নাহি ত্রাস, খুলে দেছি বক্ষোবাস, এস মৃত্যু, নির্ম্মম বিজয়ী। প্রতীক্ষায় শত মৃত্যু সহি! 월 একবার চীৎকারি’—চীৎকারি’, দেখি ওই গগন বিদারি? কোথা সে আমার! পশু পক্ষী কীট অগণন, সকলেরি রয়েছে জীবন; শুধু—নাই তার।