পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এৰ ৪ শোক সেই প্রেমে, সেই স্নেহে, এস, এই জীর্ণ দেহে, সে বিচিত্র বর্ণে গন্ধে ছন্দে স্বযমাৱ। যায়, দিন যায়। যায়, দিন যায়। সে নির্ম্মল সুকোমল হৃদয় কোথায়। খুজে খুজে নিজ হিত— দিন দিন সঙ্কুচিত, দিন দিন কলঙ্কিত স্বার্থ-তাড়নায়। হে কবিত্ব, এস ঘুরে’ এ বাৰ্দ্ধক্য ভেঙ্গে-চুরে’— শত গানে, শত স্বরে, শত কল্পনায়। ঘুচে’ যাক দ্বিধা-দ্বন্দ্ব, ঘুচে’ যাক ভাল-মন্দ, যুচে’ যাক জন্ম-মৃত্যু—প্রেম-মহিমায়। যায়, দিন যায়। যায়, দিন যায়। সে ফুল ফোটে না আর—যে ফুল শুকায়। কালস্রোত নাহি ফিরে, পলি-রেখা পড়ে তীরে; শুষ্ক পত্র ধীরে ধীরে মিশে মৃত্তিকায়। কেন বসস্তের পরে ডাকে পিক ভগ্ন-স্বরে,— নাহি মিলে গানে স্বরে তানে মূর্ছনায়। ভালবেসে ছিল এসে, দেখি নাই ভালবেসে’— আজি জীবনের শেষে ভাবিতেছি তায়। যায়, দিন যায়।