পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষ ৪ শোক কাদিতে কঁাদিতে হষ্ট ঘুমাল এখন। এবার নিশ্চিন্ত বেশ, दहे-थांनी कब्रि ८व्थञ्चদিনে দিনে হইতেছে আহ্বরে কেমন। প্রতিদিন মনে হয়,— এত স্নেহ ভাল নয়, অনিত্য মায়ায় মজি ভুলি নিত্য কাজ।

  • ধর্ম্মক্ষেত্রে কুরুক্ষেত্রে—” অক্ষর পড়িছে নেত্রে, বুঝিতে পারি না অর্থ, থাক তবে আজ।

নিঃশব্দে চুমিয়া—দিমু মুছায়ে নয়ান। মান জ্যোৎস্ন। মুখে লোটে, ঈষৎ বিভিন্ন ঠোটে এখনে৷ কঁাপিছে যেন ক্ষুব্ধ অভিমান। ভিজ-ভিজ। আঁখি-পাত, নেতিয়ে পড়েছে মাথা, শ্বসিছে নিঃশ্বাসে কত অব্যক্ত বেদন। তুলিলাম বুকে করি’, নয়নে রয়েছে ভরি’ তার মৃত জননীর বিস্মৃত প্রার্থন। Yo! এখনে৷ কঁাপিছে তরু, মনে নাহি পড়ে ঠিক,— এসেছিল—বসেছিল—ডেকেছিল হেথা পিক। এখনো কঁাপিছে নদ, ভাবিতেছে বার বার,— চলিয়৷ কি পড়েছিল মেঘখানি বুকে তার।