পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এবt = শোক এস, মৃত্যু-দ্বার ভাঙ্গি’ আকাশ উঠুক রাজি', পড় ক হৃদয়ে মোর তোমার হৃদয়াভাস আবার দাড়াও, দেবী, দৃষ্টি-মুগ্ধ করি’ হিয়া, নারীসম ভালবেসে সুখে ছখে আলিঙ্গিয়। কৈশোর-কল্পনা সম জড়ায়ে জীবন মম, o আধ-স্বপ্ন-জাগরণে—জগতে আড়াল দিয়া। 'సె তরল-আলোকে গেছে আকাশ ভরিয়া। সাদা সাদা মেঘগুলি ভেসে যায় হেলি’ হলি; স্ববাস-শীতল বায়ু বহে শিহরিয়া। কোথা সাড়া-শব্দ নাই, সুধু শুনিবারে পাই,— পুই-পুটু পাক। পাতা পড়িছে ঝরিয়া। নিজ-মনে পড়ে আছে নিস্তব্ধ ধরণী; গাছে পাতে ফলে ফুলে নিটোল শিশির তুলে, তৃণ পরে দেছে পাতি শুভ্র আচ্ছাদনী। শির পরে ক্ষুদ্রকায় পিক এক উড়ে যায়, অতি স্পষ্ট শুনা যায় তার পক্ষধ্বনি।