পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যাহ্নে কে দিল পাত্রে শালি-অন্ন ঢালি'

                   দিধি দুগ্ধ ক্ষীর?
              সায়াহ্নে কুটীরচ্ছায়ে কার কণ্ঠ সাথে
                   নিবিদ উচ্চারি?
              কার আশীরর্ব্বাদ ল'য়ে অগ্নি সাক্ষী করি'
                   হইনু সংসারী?
              কে দিল ঔষধ রোগে, ক্ষতে প্রলেপন, 
                   স্নেহে অনুরাগে?
             কার ছন্দে—সোম-গন্ধে—ইন্দ্র অগ্নি বায়ু
                   নিল যজ্ঞ-ভাগে?
            যৌবনে সাহায্য কার নগর-পত্তন,
                  প্রাসাদ-নির্ম্মাণ?
            কার ঋক্ সাম যজুঃ, চরক সুশ্রুত,
                  সংহিতা, পুরাণ?
            কে গঠিল দূর্গ, সেতু, পরিখা, প্রণালী,
                  পথ, ঘাট, মাঠ?
            কে আজ পৃথিবী-রাজ? জলে স্থলে ব্যোমে
                  কার রাজ্যপাট?
            পঞ্চভূত বশীভূত, প্রকৃতি উন্নীত,
                  কার জ্ঞানে বলে?
            ভুঞ্জিতে কাহার রাজ্য—জন্মিলেন হরি
                  মথুরা কোশলে?
            প্রবীণ সমাজ-পদে, আজি প্রৌঢ় আমি,
                  যুড়ি' দুই কর,
            নমি, হে বিবর্ত্ত-বুদ্ধি! বিদ্যুত-মোহন,
                   বজ্রমুষ্টিধর!
            চরণে ঝটিকাগতি—ছুটিছে উধাও
                   দলি' নীহারিকা!