এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
মন্দিরে মন্দিরে বাজে মঙ্গল-আরতি—— কেন তুমি মানমুখী গতস্বপ্রচ্ছলে?
\
সরিছে কুয়াস ধীরে, ঝরিছে শিশির, হে পাস্থ, উন্মুক্ত মম হৃদয়-মন্দির।
এস, বস অন্তরালে পুত ধৌত এবে, নাহি দিবা-খরদৃষ্টি, নিশীথ-তিমির।
약
শুষ্ক বৃক্ষে মুঞ্জরিছে কত না মুকুল, শুষ্ক খাতে প্রবাহিছে কি স্রোত আকুল। অমরীর শ্বেতাঞ্চল চঞ্চল আকাশে, নরদেহে অবতীর্ণ ঋষি-ঋভু-কুল।
سb
দেখ হৃদি-সিংহাসনে প্রেম মূৰ্ত্তিমান— কি উজ্জল স্নিগ্ধ দৃষ্টি, সহাস বয়ান। সমস্ত জগত আজ পাদপীঠ ঘেরি করযোড়ে ভক্তিভরে করে সামগান।
వె
ওগো, এস, মুছাইয়া দেই আঁখি ফুটি— নাহি জানি কত দূর হতে আস ছুটি। নাহি জানি রবে তুমি কতক্ষণ আর, জানি কিন্তু—যাবে যবে সৰ্ব্ববন্ধ টুটি।
У е
এমনি বসন্ত গেছে ল’য়ে ফুলদল। নাহি সে মথুরাপুরী, নাহি সে কোশল।