পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী 'e{* সে নবযৌবন কোথা—কি উৎসাহে মাতি’ কত মানী জ্ঞানী পিছে গেছে দিবা-রীতি। ভূদেব কোথায় আজ, কেশব নীরব; বিশ্বযোড়া মরণের বিশ্বযোড় খ্যাতি। S)も কোথা দ্রোণী, কোথা কৃপ, কোথা বিভীষণ -, কাহার চরণে আমি লইব শরণ? প্রতিদিন নব ধর্ম্ম, নব প্রচারক; সত্য-মিথ্যা-পরীক্ষায় ফুরায় জীবন। ©ግ পারিত গড়িতে যেই স্বর্গের সোপান, গড়ি-গড়ি করি’ কোথা করিল প্রস্থান। যতটুকু আছে—তবে ততটুকু দাও, প্রেম কভু নহে বিন্দু, সিন্ধু পরিমাণ। \Ob আজ যদি যায় দিন নয়নে নয়নে, গতকল্য মধুময় হবে না কি মনে? কে জানে—আগামী কল্য এই মত্ততায় ঘুমাব না চিরস্বপ্নে—অনন্ত-শয়নে? פלס\ যুড়ি করপদ্ম স্থটি কাতরে, ললনা, আকাশের পানে চেয়ে কি কর প্রার্থনা? জান না কি ওই শূন্ত—আমাদের মত সহিতেছে অরিরত অদৃষ্ট-তাড়ন।