পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3bo অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী “কি হুদিন সেই দিন—কেন নদীকূলে গেছিন্থ আনিতে জল তব কথা ভুলে। জীবনে করিনি পাপ—এক ভ্রম-পাপ নারী-ধর্ম্মে বজ্রাঘাত—নরক-সস্তাপ। ক্ষম দোষ দাসী আমি।” রক্তাক্ত কপাল। “ইহকাল গেল, নাথ, রাখ পরকাল।”

  • হায় রূপ—ছার রূপ—পাপরূপে ধিক, নারকী নরক দেখি পাগল-অধিক। তরীতে তুলিল বলে চকিতে আমায়— অনুনয় অভিশাপ ক্রন্দন বৃথায়। ডুবিতে দিল না জলে, করিল বন্ধন— আকাশে অশনি নাই, জগতে মরণ।

দিন নাই রাত নাই, নিত্য এ কাননে প্রবোধিতে আসে চেড়ী নানা আভরণে, কহে কত পাপ কথা। ও পদ স্মরিয়া এখনো এ দেহে প্রাণ রেখেছি ধরিয়া। এত দিনে, হে দেবতা, হলে কি সদয়। মিলিল মরণমুখে হৃদয়ে হৃদয়। পবিত্র কৃতার্থ দাসী, গৃহে যাও, স্বামী, আশার অধিক ফল লভিয়াছি আমি। আজি সে নির্দিষ্ট দিন, পাপিষ্ঠ দানবে ইচ্ছায় বা অনিচ্ছায় আলিঙ্গিতে হবে। যাও প্রভু হাসিমুখে, বল দাও মনে, লুটে না পূজার ফুল দানব-চরণে।” সহসা খুলিল দ্বার, আলোক বাকিল, শুকাল বালার মুখ, নবাব দেখিল।