এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
ভয়ে বা বিস্ময়ে সবে অৰ্দ্ধ-অচেতন।, ভিতে ভিতে ছাদে ছাদে, যেতে যেতে যেন বাধে,
শুষ্ক রুক্ষ হাসি এক—হাসি কি রোদন।
প্রাঙ্গণে অশ্বখ-শিরে পড়িল অশনি।
নারীগণ কেঁদে উঠে, যাত্ৰিগণ ভয়ে ছুটে,
বাদিত্র বাজায় বাদ্য করি ঘোর ধ্বনি।
অলে৷ ল’য়ে ছুটে ভূত্য বিবাহ-মগুপে।
বিস্মিত—গন্ধকধুমে, পাত্র অচেতন ভূমে,
দীর্ঘ নর-অস্থিমালা হলে চন্দ্রাতপে।
নিমেষে তন্দ্রীর শেষে সকলে জাগিল।
কেহ স্পর্শে পাত্র-দেহ, দেখিছে বা নাড়ী কেহ,
কেহ শিরে হানে কর, কেহ পলাইল।
ॐ
নিশাস্ত আকাশ—যেন পরিশ্রাস্ত অতি;
প্রশান্ত দিগন্ত-গায় শশী অস্ত যায় যায়,
অদূরে মন্দিরে বাজে মঙ্গল-আরতি।
একাকী, দুৰ্ব্বহ দেহ, দাড়ায়ে কল্যাণী।
আলিসায় দিয়া ভর, কপোলে দক্ষিণ কর, অসম্বন্ধ কেশপাশ, মান মুখখানি।