পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ואחי? אfאf فا = پر obs. -জাছাড়ি পড়িল ভূমে মানসিংহ অচেতন। “জয়—জয় বঙ্গনাথ ’ গরজিল সেনাগণ। নামি ভূমে মহারাজ, রুদ্রকাস্ত-ক্ষতদেহে আদরে বুলান হাত, কত মা আদরে স্নেহে। “জয়—জয় মানসিংহ।”—গগনে মধ্যাহ্ন-রবি;– আহানিল অসিযুদ্ধে আবার চেতন লভি। * দাড়াল হ’পক্ষ সেনা দু’ধারে কাতার দিয়া, নির্ব্বাক, সাগ্রহ-দৃষ্টি,—হুরু হর কাপে হিয়া। \ల్ఫి “কহেন মধ্যস্থ দ্বিজ,—“শুন যুগ্ম ধর্ম্মবীর। হবে এই অসি-যুদ্ধে জয়-পরাজয় স্থির। লবে সমদীর্ঘ আসি, লবে সমদীর্ঘ ঢাল; বিরাম বিশ্রাম নাই, নাই ক্ষুধা-তৃষ্ণ-কাল। নিঃসংশয় নাহি হয় এই রণ যতক্ষণ— কেহ নিজ ক্ষত-অঙ্গে নাহি দিবে বিলেপন।, নিষিদ্ধ ইঙ্গিত ব্যঙ্গ, রবে সেন স্থির ধীর। ধর্ম্ম সাক্ষী, সূর্য্য সাক্ষী। নমিল। উভয়ে শির। |es “ঢাক্ষ য়টি অস্ত্র দেখি” করি দোছে সম্বর্জনা, অসিতে পশিল আসি, বাকিল তড়িত-কণ। আক্রমিছে মামসিংহ পলে পলে প্রতিবার, হয়ন্ত তুৰ্দ্ধৰ্ষ বেগ—বিলম্ব সহে না আর। সদৰ্পে সমস্ত বলে ভূতলে পাড়িতে চায়; ঘুরিছে—ফিরিছে অসি—সূর্য্যকরে চমকায়। করিছেন আত্মরক্ষা সস্তপণে মহারাজ, ছুক্ত হ’তে চর্ম্ম অসি পড়ে বুৰি খসি জাজ।