পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমাত্তে

বেহাগ-খাজাজ,—কাওয়ালি। সে আমার—আছে গে। কেমন? এখনো তার ঠোটে হাসি ফোটে কি তেমন? এখনো কি আঁখি তুলে চারি দিকে চায় ভুলে? সমুখে কি ভাসে তার স্থখের স্বপন? —সুখে থাকৃ, তাই চাই, আমি মরি ক্ষতি নাই, হ’য়ে গেছে যা হবার—কপাল-লিখন। ॐ দেখাবার হ’তে যদি প্রাণ, পারিতি হ’তে না আজি কবির স্বপন-গান। দেখাতাম বুক চিরে, দেখিতাম, রমণি রে। কুহেলিক, মরীচিকা পীরিতে পেতে ন স্থান। U) মিশ্র পিলু,—কাওয়ালি। যা কিছু আসিত প্রাণে—সুখ, দুখ, গান— তারে মা জানাতে পেলে ( হ’তে ) আকুল পরাণ। যাতনায় প্রাণ যায়, নীরবে যাইতে চায়— ७qथन छांनां८ष्ङ डांग्र, उपां८न खपख्रिमांब्र।