পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—১১ বিবিধ: কবিতা ও গান জানি আসিবে না কভু, বুঝিতে छांश्छृि न। তবু; বঁাচিয়া রয়েছি সদা ভুলে করি নিরভর। ভাবি, সে কাদের কাছে খেলায় ভুলিয়া আছে; এখনি আসিবে ছুটে, সে মোর চঞ্চল। বড়। S) कॉभिः-श्रीफ़। আসবে। ব’লে গেছে চ’লে, আসা তে। তার হ’লো না। চ’খের জল দেখে গেল, মুছে তো আর গেলে না। জীবন-কুলে সারা-রাতি, জালিয়ে ব’সে আশার বাতি, কত তরণী ব’য়ে গেল, আমার সুখের তরী এলো না। У о ভৈরবী—কাওয়ালী। যা ছিল আমার—দিয়ে পেলাম না মন, তবু তার—পেলাম না মন,— হাসি, বঁাশী, ফুল-মালা, কল্পনা, স্বপন। ব’লেছিমু থাক প্রাণে, নিশ্বাসে, অশ্রুতে, গানে; তাতেও নিদয় হ’লো, হ’লে জ্বালাতন। >> ৰিবিট—কাওয়ালী। তারে—বুঝিব কেমনে। পূৱেতে কাদিয়৷ মরি, বিহবল মিলনে। bro