পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ونمط অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী ভাবিয়া না পায় কিছু কি দিয়ে পরাণ বাধে। বোঝে নি বিভল মন— প্রেমে আছে বিস্মরণ, স্বপনেতে জাগরণ, দহন শীতল চাদে। বাগেঐ—জাড়া। ফিরিতে হুইবে যদি মিলন-সাগরে এসে, তা হলে এ খর-স্রোতে কে সাধে—আসিত ভেসে। উজানে আধেক বাই, হৃদে আর বল নাই। কেমনে ফিরিয়া যাই, সে চির-বিরহ-দেশে। মিছে ভাঙা গিরি-বাধা, মিছে ত্যজ গুহা-আঁধা, ভালবেসে ছিল কাদা সেই যদি আগে শেষে। (t টোরি—কাওয়ালী। অীর—সহে না যাতন, ধরণী হয়েছে পুরাতন। হেরি উষারূপ-রাণি মনে পড়ে তার হাসি; বিধু-কোলে সে বিধু-বদন। হেরিলে কাননে ফুল মনে পড়ে সেই ভুল, সে আকৃতি, সে প্রীতি-নয়ন। কাপে বায়ু ফুল-বাসে মনে হয় সেই শ্বাসে; বিহুগ-কুজনে সে বচন।