পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*帶 বিবাহোৎসৰ (প্রিয়বন্ধু শ্রীযুক্ত স্বরেশচন্দ্র সমাজপতি মহাশয়ের শুভবিবাহোপলক্ষে রচিত ) সখীর গান। ( সম্প্রদানের পূর্ব্বে ) ১ম। সুখেতে অবশ প্রাণ, থামা থামা’ তোরা গান। দেখ দেখ চেয়ে সখীর মু’পানে কিবা শরমের ভাণ। ঠোটের হাসিটি–দেখ লে। চাহিয়া, আঁচলে চাপিয়া লুকাইতে গিয়া কেমন পড়িছে ধরা। মুখ-পানে বাল চায় না চাহিতে, চপল দিঠিটি চায় লুকাইতে— কিবা কুখ মন-গড়। দেখ গো ওগো দেখ গো! २ध्नt। চিকুর জড়ান’ ফুলে, গলে ফুলমালা হলে। চিকণ ছকুলে ঢাকা দেহখানি, ঘোমটা পড়িছে খুলে। নুপুর বাজিছে পায়, আঁচল লুটিয়া যায়। সখীরে হাসিটি পারে না সহিতে, শ্রমে পলাতে চায়। ব’লে৷ ন গে। অত কথা, এখনি পাইবে ব্যথা। विविश्-s२