পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য়। বিবিধ: কবিতা ও গান পথপানে চেয়ে সে যেন এমনি দিবস গোয়ায় পল গণি’ গণি’; চোখে কত কথা, বুকে কত ব্যথা, কোলে মালা অযতনে। তবুও হয় না মনে। এস প্রিয়সখি, তিথি অনুকুল, আশা পিপাসায় প্রাণে কত ভুল— কত গাহি গান, কত তুলি ফুল— মজিয়া তোমার ধ্যানে। সেই সুখে সাধে, সেই প্রেমে লাজে দাড়াও দাড়াও এসে ধরামাঝে। এস প্রতি পলে, এস প্রতি কাজে, এস মনে, এস প্রাণে। ঘুচাও বিষাদ শোক পাপ তাপ নর-জীবনের চির অভিশাপ— তোমার প্রণয়দানে। এস প্রেমময়ি, এস সুমঙ্গলে, ডাকিছেন মাত ল’য়ে দূর্ব্বাদলে, সখীরা ডাকিছে গানে। এস মনে, এস প্রাণে। ब८द्भग्न कांॉन। ( সম্প্রদান কালে ) আয় প্রিয়ে আয়। কত জনমের স্মৃতি আঁখি-কোণে চমকায়। কত আশা, কি পিপাসা, কত স্নেহ-ভালবাসা অধরে না পেয়ে ভাষা হাসি-সনে মিশে যায়। ծՖ