পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अक्रग्नकूभांब्र बज्जांण-अंशांबलौ এসো না এসে মা স্মৃতি নিরাশ-নয়নে চেয়ে, এ নহে কুয়াসামাখ শীতের প্রভাত। এ কুয়াস ঘুচিবে না, এ শিশির মুছিবে না, জীবন-আরম্ভ নহে, এ জীবন-রাত। 8 এস, স্মৃতি, এস, সন্ধ্যার আকাশ মত। চাঙ্গিতে চাহিতে যাই, ডুবিতে ডুবিতে চাই, গণিতে গণিতে ডুবি—ফুটে তারা কত। [ অসম্পূর্ণ] প্রকৃতি কে বুঝিবে কি যে তত্ত্ব অনন্ত প্রকৃতি তোর। হৃদি তোর কি কোমল, হৃদি তোর কি কঠোর। মেঘের ঘোমটা-খুলে এই হেসে লুটোপুটি, সহসা আঁধার মুখ, কি ভীষণ ভুরুকুটি। এই তটিনীর কূলে মুখে আধ কথা স্থলে, উৎক্ষিপ্ত সাগরে এই মরণের ছুটাছুটি। এই প্রাতে গিরি পরে নব রূপে ঢল-ঢল; এই প্রেম-অভিসারে ঢ’লে পড় ফুল-ভারে; এই মন-উন্মাদিনী, অট্ট হাসি ঝলমল এই ব্রহ্মচর্য্য প্রায়, তুষার-বরণ-কায়; এই বিদায়ের দৃষ্টি, বৃষ্টিধারা ঝর ঝর মানিনী চলেছে এই ধুধু জলে চরাচর। [ অসম্পূর্ণ]