পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विविथ ६ कविड1 ७ १fॉन د ، » দেখিলে দেখিতে পারে, চেয়ে—চেয়ে চারিধারে, প্রকৃতির অঙ্কমাখা শুাম শোভা-খানি। এস স্নেহ-রাণি। WS) এস স্নেহ-রাণি। রেখেছি যতন ক’রে পাতিয়া তোমার তরে, কোমল অঙ্গরুর শয্য। ভাঙ। স্বদি-খানি। মাথা রাখি থাক শুয়ে, একটি স্বপন হ’য়ে, হইয়া একটি শাস্ত আঁধার যামিনী। নিশি যেন না পোহtয় পাখী যেন নাহি গায় আঁধারে স্বপনে যায় জীবন এমনি। এস স্নেহ-রাণি। [ কনকাঞ্জলি’ পৃ. ১৫ “সন্ধ্যায়” স্রষ্টব্য —সম্পাদক ] For Sabitry Library's Coming aniversary রাজনৈতিক বক্ততা শ্রবণান্তর ১। ( দেশ) থাম, থাম, কোলাহল, থাম একবার। এ নহে কথার খেলা, ব্যথা ভাবিবার। জীবন জরিছে বিষে, কেন হাসি দিশে দিশে? অভিমানে হয় নাকি প্রাণ যাতনার? পরের চরণতলে, বাচি মরি পলে পলে, আমি আমি আমি ক’রে, তবু অহঙ্কার? পরে দিয়ে প্রাণ মান, কি পেতেছি প্রতিদান?