এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
y ebo অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
উপদেশ দিতে গেলে কাদে ।
কথা সুধু শুনে যায়, কিছু না খুলিতে চায়, প’ড়েছে সে নলিনীর ফঁাদে । উপদেশ দিতে গেলে কাদে ।
শুনেছি, নলিনী মায়া জানে । কি চাহনি আছে চোখে, মজায়েছে শত লোকে,
শত হাব, ভাব, ছলা, গানে ।
শুনেছি, নলিনী মায়া জানে ।
8
বল মোরে, কিবা অামি করি ? উপায় না দেখি, হায়, ধন, মান, সব যায়,
ম। তার কাদিছে ভূমে পড়ি ।
বল মোরে, কিবা অামি করি ?
&
নারী সে, কি তার বাহাদুরী ? আমি ত পুরুষ বটে, বিদ্যা, বুদ্ধি আছে ঘটে ;
হরি ত একটা ফুল-কুঁড়ি ।
নারী সে, কি তার বাহাত্রী ?
மூ
বিপত্তি-কালে যে, সে বান্ধব । এ সময়ে যদি তায়, ফিরাতে না পারা যায়,
মিছে মোর সন্ত্রম, গৌরব ।
বিপত্তি-কালে যে, সে বান্ধব ।