পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\లిe অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী তবে, প্রিয়তমে’ কহিল প্রেমিক, প্রিয়া-পদে পরণামি, ‘নহি কবি আমি, নহি চিত্রকর, বল, কিবা বলি আমি। নয়নে নয়নে মিলিতে মিলিতে, হারাল প্রাণের খাই। মুহূর্ত্তেক আর হাসিয়া কাদিয়া কোনটা বুঝায়ে যাই।’ [ ‘প্রদীপ পৃ. ৩ “উপহার” দ্রষ্টব্য —সম্পাদক ] রোগে যশাকাঙক্ষণ হা কল্পনে, উড়াইয়া আনিলি কোথায়? এ কি সর্ব্বভেদী শূন্ত চারিদিকে চেয়ে – জমিয়া যেতেছে রক্ত শিরায় শিরায়, হৃদয় ঘর্ঘরি ওঠে শ্বসিতে না পেয়ে। এই ভীষণত বুকে এমনি করিয়া, অনিচ্ছায়—অতৃপ্তিতে—নিয়মের ঘায়, এমনি ভীষণ হ’য়ে যাব কি মরিয়া? কেহ জানিবে না আর কে ছিল কোথায় - এ আমার যতনের সত্তা এক-কণা, মিলিতে কি না পারিয়া মিলিবারে গিয়া, ঘুরিতে ঘুরিতে পুন যাবে না ফিরিয়া জগতের আকাশে কি?—ছিল এক-জন৷ জগতের শিশুদের দিতে কি জানায়ে? কল্পনে, কোথায় পুন আনিলি নামায়ে।