এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এই প্রেম কে জানিত
এই প্রেম –কে জানিত মত্তত-নিমেষ।
স্বপনে ভাবি নে যাহ। বাস্তবে ঘটিল তাহ,
চির-জীবনের হাহা মুহূর্তে নিঃশেষ। রোদনে নাহিক ফল, নাহি দেবতার বল,
হইবে ঘটিবে হেন অদৃষ্ট-নির্দেশ।
মুছ আঁখি, ভাগ্য-লিপি—বৃথা হাহাকার।
ঝরিবারে ফোটে ফুল, মরিবারে ওঠে ভুল,
ঝরিয়া মরিয়া প্রাণী দেবতা-আকার। খসে পড়ে ক্ষুদ্র পাতা, তরু তোলে উৰ্দ্ধে মাথ,
ঝঞ্চায় অটল গিরি, মৃত্যু কলিকার।
দূর অতি দূর স্বর্গ বিধাত মহান
বাসন৷ চঞ্চল গতি, অদৃষ্ট নির্দয় অতি
প্রতিপদে পরাজিত নাহি পরিত্রাণ এ মহা জীবনাহবে তবুও যুঝিতে হবে
দিতে হবে মুখস্থখ চির বলিদান।
না না নাথ কোথা যাব—স্বৰ্গ নাহি চাই এ সুখ যামিনী শেষে দাড়াও প্রণয়ী বেশে
সরক্ত হৃদয়-পুষ্পে তোমারে সাজাই।
এই প্রেম-মদিরায় ওই রূপ-মহিমায়
চির অচেতন হ’য়ে চরণে ঘুমাই।