পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিষ্ঠুর মূরতি প্রকৃতির

       কিছুতেই দৃকপাত নাই,
       রহিয়াছে সুগম্ভীর স্থির!
        কত শত লক্ষ লক্ষ প্রাণ 
        মিলিয়া গিয়াছে বুকে তার;
        কত শত লক্ষ লক্ষ প্রাণ
        ওই বুকে মিলিবে আবার!
      ব্রম্ভান্ডের কিছুতেই   চাহে না রহিতে বাঁধা,
            নিজ মনে ধায়!
         ব্রম্ভান্ড সাধিছে প্রাণপণে
         পদে পদে বাঁধিতে তাহায়!
            বৃথায়—বৃথায়!
     সেই আপনার খেলা    খেলিছে হৃদয়-হীনা—
             পাগলিনী-প্রায়!
          হৃদয়ের এক প্রান্তে জ্বলে
          ধূধূ ধূধূ ভীষণ শ্মশান;
          হৃদয়ের আর প্রান্তে ধীরে
          স্বর্ণ-পূরী করিছে নির্ম্মাণ!
          কুসুমের প্রথম সুবাস,
          বিহগের প্রথম উচ্ছাস,
          সদ্যঃ-ঝরা নির্ম্মল শিশির,
          প্রথম চমক জাহ্নবীর,
          শিশুর প্রথম জাগরণ,
          জননীর প্রভাত-চুম্বন,
          সমীরের ব্যাকুল-পরশ,
          কবিতার উৎসাহ-হরষ,
          দম্পতীর সুখ-আলিঙ্গন,
          নবোঢ়ার হেসে পলায়ন,