পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अक्रग्नकूभब्रि বড়াল-গ্রস্থাবলী আয় রে দারিত্র্য, হর্ষ, নিরম্ন উলঙ্গ রুক্ষ— নিত্য অপমান। দূরে যাক মানবতা— কল্পনা-কবিত্ব-কথl, ठाख्छ, अडिमान! ● কোথা তুমি কোথা তুমি—কোথা তুমি—হে দেব মহান, চাও একবার! কার্য্য হ’তে কত দূরে— কারণের কোন পুরে বিরাজিছ হে যোগীন্দ্র যোগে আপনার? হে জগদতীত দেব, কর, রক্ষা কর তোমার জগতে। কি জন্য গড়িলে ধরা করি’ হেন মনোহর? সেই শুভ বসুন্ধর ছুটে যে বিপথে। তোমারি নিয়ম—ল’য়ে সেই কঠোরত, সেই ভীম বল— তোমারি নিয়ম পরে এ কি অত্যাচার করে— ধর্ম্মাধর্ম্ম ফলাফল দিয়া রসাতল। এই অনাদৃত স্থষ্টি, হে নির্ম্মম স্রষ্ট, কাদে উভরায়! ইচ্ছাহীন—লক্ষ্যহীন এ স্থষ্টিতে কোন দিন যদি কোন ইচ্ছা থাকে, হয়েছে বৃথায়। তোমারি প্রদত্ত জ্ঞান—হের, জ্ঞানময়, লুপ্ত অহঙ্কারে।