পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 অক্ষিপুটের রোগবিলি। এবং ঐ কচ্ছর নিম্ন দেশে একটা অলস প্রকৃতিক (Indolent) ক্ষত্ত नूझै হয়। এই সকল শিশুরা দেখিতে অতিশয় ক্ষুদ্র ও শীর্ণমুখ; উহাদের জীবন রক্ষণ করা অতীব সঙ্কটাপন্ন হইয় থাকে। তবে উপায়ের মধ্যে এই, যদি সবল৷ ধাত্রী তাঁহাদের রক্ষণাবেক্ষণ করে, এবং যখন কিঞ্চিৎ সুবিধ। বলিয়া বোধ হইবে, তখন প্রতি দ্বিতীয়দিবসীয় রাত্রিতে উহাদের বাহুমূল ও উৰুদেশ মাকরিয়্যাল অয়েন্টমেন্ট দ্বারা বিনিশ্লিষ্ট করিতে হয়। ক্ষত স্থানের অবস্থা কিঞ্চিৎ উত্তম বোধ হইলে, শরীরে ঔষধের ফল দর্শিয়াছে বলিয়া বোধ হয়; সুতরাং ক্ষত স্থান আরোগ্য হইতে আরম্ভ হইলেই উক্ত মলম ব্যবহার রহিত করা উচিত। অক্ষিপুটে অর্বুদ। ইপিথিলীয়্যাল ক্যানসার——রোগ কেবল নিম্নাক্ষিপুটেই হইয়া থাকে। চত্বরিংশৎ বর্ষ বয়সের পূর্ব্বে এই রোগ অতি কদাচিৎ দৃষ্ট হয়, এবং উহ। আবির্ভূত হইবার সময় অশ্রুথলীর উপরিস্থ চর্ম্মেীপরি উৎপন্থ হইয়া থাকে; এবং তৎপরে ক্রমে নিম্নাক্ষিপুটে প্রসারিত হইয় পড়ে। প্রথমতঃ এই পীড়া এত স মান্য ও সাধারণ অ'চিলের সহিত এত সোসাদৃশ্য বলিয়। বোধ যে, তন্নিবারণ পক্ষে প্রথমে কোনবিধ যত্ন করা যায় না। সে যাহাহউক কিছু দিন পরে, উক্ত উপমাংসবৎ উৎপত্তি (Wart-like growth) ক্ষত হইতে আরম্ভ হয়, এবং একটী অলস-প্রকৃতিক, উন্নত প্রান্ত, কাচস্বচ্ছ ক্ষত বলিয় প্রতিভাত হইয়া পড়ে। এই ক্ষত স্থানের সন্নিকটে অতি সত্বরে বা বিলম্বে অনেকানেক ক্ষত উৎপন্ন হুইয়। তাহীতে মিলিত হওতঃ, আধার স্থানকে উচ্চ বচ ও আরক্তিম অসুস্থ ক্ষত বলিয়া প্রতীত করায়। পীড়া মৃদ্ধ গতিতে অগ্রসর হইতে থাকে, এবং তাদিম ক্ষত কখন আরোগ্য প্রতীয়মান হুইয়l, তদুপরি ক্ষত কলঙ্ক জন্মিয়। যায়। কিন্তু পরক্ষণেই পার্শ্ববর্ত্তী ক্ষত স্থান হইতে সিরন নামক মাস্তুক তরল পদার্থ নিঃস্থত হইয়া, তাহাকে বিভঙ্গীভূত ক্ষত সমাবিষ্ট করে। কিছুকাল পরে পীড়। স্বয়ং ই কোরিয়ম (Corium) ৰ চর্মের গভীরতর স্তর পর্য্যন্ত প্রসারিত হয়; ইহাতে সর্ব্বদা যাতনা হয় না বটে, কিন্তু উক্ত স্থান ঝনঝনয়মান ও কণ্ড,য়িত হইতে থাকে। যাহাহউক, অবশেষে পীড় ক্রমে নিম্নাক্ষিপুট ও গণ্ড চর্ল আক্রমণ করিয়া, ও অনেক ক্ষত সমবেত হইয়া, প্রসারিত হইতে থাকে, এবং তদুপরি হইতে ক্রমাগত রক্তাক্ত রস বিগলিত হয়। - প্রথমাবস্থায় এই সবল ক্ষতের উপরিভাগ ক্ষুদ্রং দানার ন্যায় মাংসপিণ্ডে সংতুষিত হয়; এবং তাহীদের আকার মিলেট বীজ অথবা সিদ্ধ সণগুদ নগর ন্যায়। কিন্তু কতকগুলি অস্বাভাবিক কোষোৎপাদনই এই