পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ই অক্ষিপুটের রোগবিলি। সমর্থ হই মণ *। ১ মতঃ,—এই পতন আজন্ম দেশষজ। ২ য়তঃ,—অক্ষিপুটস্বর্যের চর্ম্ম এবং টিমু সকলের শিথিলতা প্রযুক্ত; ও য়ত্ত:,—লিভেটার প্যাম্পিত্রি পেশীর কোন অপায় হইতে আবির্ভত। ৪ থ —উক্ত পেশী-প্রতিপোষক স্বায়বীয় যন্ত্রের (Nervous apparatus ) কোন দেশষ হইতেও এই টোসিস অভু্যদিত হইতে পারে। যে কোন কারণে উৎপন্ন হউক মন কেন, টোসিস সমাক্রান্ত রোগী ইচ্ছা করিলে, পীড়িত চক্ষুর উৰ্দ্ধাক্ষিপুট উক্ষ্মীলিত করিতে কোনমতেই সমর্থ হয় না। কিন্তু এদিকে তাহীর দৃষ্টির, এবং বাস্তবিক চক্ষুর সমস্ত যন্ত্রের কোনরূপ বৈলক্ষণ্য ঘটে না। টোসিস সম্পূর্ণরূপে হইলে, উৰ্দ্ধtক্ষিপুট কর্ণিয়ার উপর ঝুলিয় পড়ে বলিয়া, চক্ষুর মধ্যে আলোক প্রবেশিত হইতে পারে না; সুতরাং যতদিন পর্য্যন্ত এই অন্তরাল তাপনীত করা না যায়, ততদিন পর্য্যন্ত রোগীর দৃষ্টি সাংসারিক কার্য্যাদি নির্ব্বাহ করিতে সম্পূর্ণ অক্ষম থাকে। ১। তীজন্মজ টোসিসে উভয় অক্ষিপুটই সচরাচর সমভাবে পীড়িত ছয়। এই টোসিস উপশম করিতে হইলে, অক্ষিপুটের উপরিভাগ হইতে বৃত্তাভাসবৎ এক খণ্ড চর্ম্ম কর্ত্তন করিয়া, কর্তিত স্থানের প্রান্ত সুচার দ্বারা সংযুক্ত করিতে হয় { ১২ শ, প্রতিকৃতি দেখ )। আরোগ্য হইলে, অক্ষিপুট এইরূপে থকীকৃত হওয়ায়, রোগী তাহ অনায়াসেই উন্মীলিত করিয়া চক্ষুতে বিলক্ষণ আলোক অণনয়ন করিতে পারে। কিন্তু এইরূপ অধিকাংশস্থলে, লিভেটর প্যাম্পিত্রি পেশীতে পৈশিক সূত্র সকলের প্রণয়ই অভাব থাকে; এবং খর্ব্বীকৃত হইলেও অক্ষিপুট কনানিকার উপর আসিয়া নিমীলিত হওতঃ, রোগীর দৃষ্টির সম্পৰ্শতা বিষয়ে ব্যাঘাত জন্মায়। সম্প্রতি ডাক্তার ম্যাকনামার সাহেব আইরেডেসিস তাস্ত্রপ্রণালী ( Iridesis ) অবলম্বন করিয়া, কনীনিকণকে প্রসারিত করতঃ, এইরূপ একটী স্থল বিলক্ষণ উপশম করিয়াছেন। চিকিৎসকের অভিজ্ঞত৭ এবং পারদণিত না থাকিলে, এইরূপস্থল সকল নিরাময় করিবার কোন উপায় নিৰ্দ্ধারণ করা যায় না; কিন্তু সৌভাগ্যক্রমে এইরূপ টোসিস রোগ আতি বিবুল। ২। অক্ষিপুটের চর্ম ও সংযোজক-ঝিল্লীর লম্বমানত প্রযুক্ত যে টোসিস রোগ উৎপন্ন হয়, তাহা আরোগ্য হওয়া অপেক্ষাকৃত সম্ভব বলিয়া বোধ হয়। বৃদ্ধ অথবা দীর্ঘস্থায়ী কনজংটিভাইটিস, রোগাক্রান্ত ব্যক্তি ব্যতীত এই রোগ অন্য কোন মনুষ্যকে প্রায়ই আক্রমণ করে মা।

  • “Lehre von den Augenkrankheiten,” by J. C, Jungken, Dritte Auflage, 1842, p. 520.