পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পক্ষাঘাত এবং পুটমুদ্রণ। ১১৭ রোগ সচরাচর স্বয়ং উপশমিত হয়, তথাপি প্রত্যুত্তেজন (Counter irritalion) টি,চুনীন, ভেরাটিয়ম্ সেবন, ও ফ্যারাডিজেশন অথবা ইন্টারপৃটেড ব্যাটগরি করে নামক কোন যন্ত্রের ব্যবহার দ্বারা কখন্২ অপেক্ষণকৃত অল্প সময়েও আরোগ্য হইয়া যায়। উপদংশসম্ভ ত স্থলে অথবা মেলেরিয়া যাহার কারণ বলিয়া অনুমিত হয়, তথায় যখন আমরা তড়িত প্রবাহ দ্বীর পেশী দিগকে কার্য্যোত্তেজিত করি, তখন তৎসঙ্গেই আইওডাইড অব পোট্যাসিয়ম অথবা কুইনাইন প্রভৃতি তত্তও প্লীড়। নিবারক অন্যান্য ঔষধ সেবন করিতে ব্যবস্থা দেওয়া উচিত। বেফারস্পাজমস্ –(Blepharospasmus) অথবা অক্ষিপুটের সহT পুনঃ২ মুদ্রণ বা স্পন্দন অর্বিকিউলারিজ পেশীর একবিব রোগ। এম, ওযে কীর সাহেব বলেন যে,* কেবল এই পেশীই পুন:২ অক্ষিপুট সম্পন্দন রূপ বিশ্ব স্থলে আক্রান্ত হয়; পুটীয় লিভেটর পেশীকে তাহাতে অতিকদাচিৎ আক্রান্ত হইতে দেখা যায। কোনং স্থলে এই রোগে অক্ষিপুট অনবরত পর্যাশয়ক্রমে সস্কুচিত ও বিসারিত ( Clonic kind ) হইতে থাকে; তাহীতেই রোগী অনবরতঃ চক্ষুৰুনীলন ও নির্মীলন করে; অথবা যদি অক্ষিপুটের কোন এক অংশে এইরূপ পীড় হয়, তবে কেবল তদংশেই মুদ্রণোন্মীলন উপস্থিত হয়। সাধারণতঃ ক্ষীণ এবং উত্তেজনশীল ব্যক্তিদিগেরই এই পীড়। হুইয়। থাকে। ইহ। যদিও কষ্টদায়ক, তথাপি ইহাতে কোন গুৰুতর ফলোৎপত্তি হয় না। বলকারক ŝq: sąs csszą nifīzeiz (Stimulating liniment ) দ্বারা উহ। সত্বর উপশমিত হইয়া যায়। যাহাহউক তানেকনেক স্থলে অক্ষিপুটের এইরূপ অনবরতঃ মুদ্রণ রোগ স্থায়ী রোগ হুইয়। পড়ে; সুতরাং দীর্ঘকাল অভ্যাস ও তাচ্ছিল্য প্রযুক্ত উহ। রোগীর বিরক্তিকর না হইলেও, রোগীর আত্মীয়বর্গের সমধিক বিরক্তকর হইয় থাকে। অপেক্ষীকৃত গুরুতর স্থল সকলে, এই সঙ্কোচন টনিক ( Tonic kind ) তার্থাৎ বলবৎ প্রকণর হইয়া থাকে; উহ। বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে উদিত হয়। বিচ্ছিন্নভাবে উদিত হইলেও ইহা সাতিশয় কষ্টকর ও বিপদশৰহ। কণরণ রোগী কোন না কোন সময়ে হঠাৎ প্রচণ্ড তাক্ষিপুট মুদ্রণ দ্বর অক্রিান্ত হইয় থাকে; এবং তৎসময়ে তাহার দৃষ্টির সম্পূর্ণ ব্যাঘাত জন্মে। মনে কর, যদি এই সময়ে সে কোন জনপূর্ণ রাজপথ অতিক্রম করে, তবে তাহার ভূমি তলে পতিত ও পদতলে মন্দিত হইবার বিলক্ষণ সম্ভাবনা। তালিচ তন্যান্য কার্য্যাদিতেও এই রোগ যন্ত্রণাদায়ক। রোগী কোন কর্ম্ম . " . м. Wecker, {{ Maladies des yeux,” vol. i. г. 671.