পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটোপিয়ম ১২৯ সংযোগ স্থলের প্রান্তদ্বধ আইরেডেক্টমি ছুরিকা দ্বারা বিদারিত কুরিয়। দেওয়া উচিত। প্রযোজন হইলে একখানি স্ক্যাল্‌পেল দ্বারাও বিদগরিত করিতে পারা যtয়। তৎপরে পরস্পরেীমুখ অস্ত্রক্ষত দ্বারা ত্রিভুজাকার মাংসখণ্ড তলবত্রী টিল্প হইতে ছিন্ন করিয়া লইতে ছয়; এবং ক্ষতপ্রান্ত সুচাৰু দ্বার একত্র করিয়া যতদিন পর্যন্ত সংযুক্ত হইয়া না যায়, ততদিন পর্যন্ত ব্যাণ্ডেজ দ্বারা উহাকে সংরক্ষণ করা উচিত। বিস্তৃতি লাঘব করিবার নিমিত্ত, ক্ষত মুদিত হইবার পুর্ব্বেই, অন্তরস্থ প্রান্তকে তন্নিম্নস্থ টিল্প হইতে কিয়দর পর্যন্ত পৃথকভুত রাখা উত্তম পরামর্শ; বিশেষতঃ পুর্ব্বোস্তুত উত্তেজন দ্বারা যদি চর্ম্ম-নিম্নস্থ টিল্প কিয়ৎ পরিমাণে ঘন হুইয়া, উহার তাচ্ছিাদক চর্ম্ম হইতে অভিপ্রেভ প্রতিচাপ আগমনে প্রতিরোধ প্রদান করে, তবে এই বিধি বিশেষ প্রয়োজনীয় হইয়া পড়ে। তার বিতান লঘু করিবার নিমিত্ত, ক্ষতকলঙ্কিত স্থানের সমীপবর্তী স্থান অfকৰ্ষিত করিয়া, খণ্ড২ প্লাষ্টার সংলগ্ন করাও সৎ যুক্তি সিদ্ধ। “ যদি আমরা অক্ষিপুট এবং উহার বহিঃসংযোগ স্থলের মহতী উন্নতি ইচ্ছা করি, তবে টাসোর্যাফিক (Tarsoraphic operation) offপ্রক্রিয়া অবলম্বন করা শ্রেয়ঃ। এইরূপ অস্ত্র করিবার পূর্ব্বে ১৫ শ, প্রতিকৃতি। তাক্ষিপুটদ্ধ মুদিত ও নিম্নাক্ষি পুটকে প্রকৃত অবস্থানে স্থায়ী রাখিয়া, উহার প্রান্তভাগ মৃদুরূপে সমতল ভাবে আকর্ষিত করিতে হয়। পরে যেস্থলে উভয় অক্ষিপুট প্রান্ত প্রকৃত অবস্থাপন্ন হইলে, পরস্পর উপযোগী হয়, এবং যেখানে নিম্নাক্ষিপুটের অত্যপমাত্র বিতান আরম্ভ হইয়াছে, সেইস্থানে উভয়tক্ষিপুটে মসী দ্বারা একটা শীর্ষকরেখা চিন্ত্রিত করিয়া রাখা আবশ্যক। তৎপরে এই অবস্থানে চকুকে অবস্থিত রাখিয়া, বহিঃস্থ সংযোগস্থলের আগসছাদক চর্ম্ম সমভল ভাঙ্গে ক্রমশঃ অঙ্গুলিদ্বয় মধ্যে স্থত ও উত্তেলিত করিতে হয়; এবং নিম্নাক্ষিপুটের যত পরিমিত আচ্ছাদন চর্ম্ম ক্রমশঃ অঙ্গুলিদ্বয়ের মধ্যে স্থত হইয়া, উক্ত, পুটকে প্রকতাবস্থায় স্থায়ী করিয়াছে, এবং যাহাতে বহিঃসংযোগস্থল নাস দিকস্থ সংযোগস্থলের সহিত সমোন্নত হুইয়াছে, তাহ নিষ্কাশন কর। -