পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSల অক্ষিপুটের রোগবিলি। অর্থ রোধের নিমিত্ত এই প্রকার টাইকিয়েসিস রোগের নামোল্লেখ হইল; উহাতে কোন বিশেষ বিধ লক্ষণ অভু্যদিত হয় না। চিকিৎসা –পীড়ার আধিক্য অনুসারে এই ট্রাইকিয়েসিয রোগের চিকিৎসা হইয় থাকে। যদি কতিপয় পক্ষ মাত্র বক্র হইয়া থাকে, তবে উক্ত পক্ষমগুলিকে ফরসেপ দ্বারা স্থত করিয়া, ক্রমে এক একটীকে তাহীদের ফলিকল হইতে উৎপাটিত করিতে ছয়। এইরূপ উত্তোলন করিবার সময় যণহাতে পক্ষম ছিন্ন না হয়, এরূপ সাবধান হওয়া বিশেষ প্রয়োজনীয়; নতুবা অক্ষিপুটে উহার কর্কশ প্রান্ত অবশিষ্ট রাখিয়া দিলে, তাহা কর্ণিয়ায় সভত ঘর্ষিত হইয়া, সমস্ত পক্ষে যত অপকার অনিয়ন করিতে ন পারিত, তদপেক্ষ অধিকতর অপকরে আনয়ন করে। অতএব প্রত্যেক পক্ষাকে অক্ষিপুটপ্রান্ত সন্নিকটে প্লুত করিয়া, ও বিশেষ: সাবধান হইয়। আস্তেং অকুর সমবেত সমুদায় পক্ষ উত্তেলিত করা আবশ্যক। দুর্ভাগ্যক্রমে আমুর এইরূপে অক্ষুর সমবেত পক্ষ উত্তোলিত করিতে পারি না; অন্য একটা পক্ষ তথায় সত্ত্বর উত্থিত হইয়া, যে অভিমুখে পুর্ব্বপক্ষ ধাবিত ছিল, ঠিক তদভিমুখে প্রধাৰিত হয়। অতএব এই সামান্যরূপে উৎপাটন করিতে হইলে, উৎপাটিভ পক্ষ স্থানে নুতন আর একট,পক্ষম উত্থিত হইতে পারে বলিয়া, সতত সতর্ক থাকা উচিত। অতএব সচরাচর পক্ষ উৎপাটিত করিতে হইলে, উন্থীর অকুর পর্যন্তও সঙ্গেং নিষ্কাশিত করিতে হম, ইহা সাধারণতঃ পরামর্শ সিদ্ধ। এই অভিপ্রায় সাধনের নিমিত্ত নাইট্রেট অব সিলভারে মগ্ন একটা নিভূল উৎপাটিত পক্ষ ছিদ্র দিয়া অক্ষুর স্থান পর্যন্ত নিমজ্জিত করিড়ে হয়। এই অন্ধুর অক্ষিপুটের পক্ষ প্রান্ত হইভে সচরাচর প্রায় ও ইঞ্চি পরিমিত দূরে অবস্থান করে। ডাক্তার ম্যাক্নামীর সাহেব কটিকে মগ্ন কতিপয় ক্যাটার্যকটু নিডল এই অভিপ্রায়ের নিমিত্ত সঙ্গে ২ রাখেন। নাইট্রেটু অৰু সিলভীর দ্রবীভূত করিয়া, সেই দ্রবমধ্যে মগ্ন করতঃ উহাদিগকে প্রস্তুত কর। হইয়ছে। নিড়ল অপনীত করিয়া লইলে দেখা যাইবে যে, ঐ স্থান কষ্টিকের পাতলা স্তর দ্বারা অtৱত হইয়া পড়িয়ছে। .." অক্ষিপুটকে উলটাইয়া বক্র পক্ষ উত্তোলন করা বিধেয়। পরে চিকিৎসক বিশেষ দৃষ্টি সহকারে উক্ত পক্ষের স্মক্ষম ছিত্র মধ্যে কষ্টিকে আৱত নিড়ল অক্ষুরস্থান পর্য্যন্ত নিমজ্জিত করিয়া,পরিশেষে তাহ অপনীত করিয়া লইবেন। উক্ত স্থান কটিকের দ্বারা বিলক্ষণ উত্তেজিত হুইয়া পক্ষাকুর বিনাশিত করে; সুতরাং তাছাতে আর একটা পক্ষ নৰেখিত - হইতে পারে না। নাইটেট অৱ সিলভারের পরিবর্তে লাইকর পেট্যাসি অথবা তরলীকৃত পোট্যাস। ফিউজণয় উক্ত নিডল মগ্ন করা যাইতে পারে।