পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাইকিয়েসিস >こ午 এইরূপে এক ডজন পক্ষ উৎপাটিত করিযাও রু হকার্য হইতে পাের। যায়। কিন্তু দীর্ঘস্থলী স্থলে, যেখানে সমুদায় পক্ষ সমষ্টি অথব। অপাঙ্গ দেশস্থ পদমসমষ্টি বক্র হইয়ছে, তথায় তন্য প্রকার উপায় অবলম্বন করিতে হয়। পূর্ব্বে এস্ট্রোপিয়ম রোগে যক্রপ বর্ণিত হইয়াছে (১২৩, পৃষ্ঠা), এস্থলেও তদ্রুপে অঙ্করসমবেত সমুদয় পক্ষসমষ্টি নিষ্কাশিত করিতে হয়; অথবা বক্র পক্ষসমষ্টিকে প্রত্নতাবস্থানে স্থায়ী রাথিবীর নিমিত, তদূৰ্দ্ধদেশে সমুদয় অথবা কিয়দংশ পুটোপাfস্থ গহবরিত, করা উচিত। যখন চক্ষুর বহিরপাঙ্গ দেশস্থ পক্ষ বক্র হয়, তখন তাদের মতে এই তন্ত্রপ্রক্রিয়। বিশেষ উপকীয়জনক হইতে পারে। কখনং অক্ষিপুট হইতে কিয়দংশ চর্ম্ম কর্ত্তন করিয়া লইলে, পুট প্রান্ত উলটাইয়। অসিম বক্র পক্ষসমষ্টিকে তাঁর অধিক কাল তাক্ষিগোলকে ঘর্ষিত হইতে দেয় না। কিন্তু গুৰুতর স্থলে, তাক্ষিপুটের প্যাম্পিলাল প্রান্তভাগ উলটান অপেক্ষ, যে উপায়ে তাঙ্কর সমবেত পক্ষম বিনাশিত হয়, তাহা তবলম্বন করাই শ্রেয়: | কারণ পুর্ব্বেই বল। গিয়ছে যে, টাইকিয়েসিস রোগ অক্ষিপুটের রোগ নহে; পুটপক্ষেমর রোগ। মিটার পাউয়ার সাহেব* বলেন যে, এই অভিপ্রায়ের নিমিত্ত যে২ তাস্ত্রপ্রক্রিয়। সাধিত হইয় থাকে, তন্মধ্যে হজ্বেনিষ্টিন্‌স অস্ত্র প্রক্রিয়। সর্ব্বাপেক্ষ অনুমোদনীয় (১৭শ,* প্রতিকৃতি)। “একটী নিডলে সূক্ষম রেসমের সূত্র সংলগ্ন ১৭শ*, প্রতিরুভি। করিয়া, তাক্ষিপুটের উভয় প্রান্তমধ্যস্থানে ( a ) প্রবেশিত করিয়া, সিলিয়ারি বা পক্ষপ্রান্তের কিঞ্চিদূদ্ধে (b) চর্ম্ম বিদ্ধ করিতে হয়; পরে তন্মধ্যে সূত্র সঞ্চালিত করতঃ শেষোক্ত ছিদ্রে (b) নিড়লকে পুনঃ প্রবিষ্ট করিয়া, তাক্ষিপুট প্রান্তের সমান্তরভাবে যত দুর পর্যন্ত পক্ষগুলি বক্র হইয়াছে, ততদূর পর্যন্ত (e) প্রধাবিত হইতে দেওয়া উচিত। অতঃপর আবার সূত্র সঞ্চালিত করিয়া, এই শেষোক্ত ছিদ্রের মধ্যে নিড়ল পুনঃ প্রবিষ্ট করতঃ লম্বভাবে পুটপ্রান্তে (d) অনিয়ন করিতে হয়। পরে স্থত্রের দুই প্রান্ত বন্ধন করিয়া, তথায় উহাকে স্বয়ং কর্ত্তিত হইয়া বহির্গত হইতে দেওয়া উচিত। এইরূপে উদ্রিান্ত পূয়েtৎপত্তি দ্বারা অtঘাতক

  • Illustrations of some of the Principal idiseases of th: Eye,” by II. Power M. 13. p. 157, Lond. l S67.

ज़