পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুট সংযোগ। ১৩৯ মিত স্থানের পক্ষ বক্র এবং চর্ম্ম লেীল ও শিথিল হয়, তৎপরিমিত আয়তনে এবং তদতিরিক্ত শীর্যকব্যাসে এই খণ্ড কর্ত্তিত করা উচিত; •ইহfর চতুঃসীমা পুর্ব্ববর্তী ১৭শ, প্রতিকৃতিতে দৃষ্ট হইতেছে। এক বা দুইটী সুচার দ্বারা এই উষ্ণীষবৎ খণ্ড মুদিত রাখিতে হয়; এবং যখন সেই মুচার সকল আকৃষ্ট হইয়। বদ্ধ হয়, তখন বক্র পক্ষ গুলি সমতল হইয় উঠে, অথবা অক্ষিকোটরের প্রান্তাভিমুখে বক্র হইয়া আইসে। তৃতীয় দিবসে সুচার সকল উন্মুক্ত করিয়া লওয়া উচিত। * অনেকশনেক দুর্দ্দম্য টাইকিয়েসিস রোগে ডাক্তার ম্যাকনামীর সাহেব এই অস্ত্রপ্রণালী অবলম্বন করিয়৷ বিলক্ষণ কৃতকার্য্য হইয়াছেন। অক্ষিপুটের ZTTTTfETTT (Adhesions) কথন২ তাক্ষিপুটদ্বয়ের সিলিয়ারি বা পক্ষায়ুক্ত প্রান্তভাগ আংশিক বা সমুদায়িক সংযুক্ত হইয়া যায়। এই সংযোগ আজন্মজ কোন দেশষ হইতে, অথবা অন্য কোন কারণে অক্ষিপুটের প্রান্তভাগ হইতে তৃগুমুক্ত হইলে অবিভূত হয়; সুতরাং সাংসারিক কার্য্য নির্ব্বহার্থে রোগীর চক্ষু সম্পূর্ণ অকর্ম্মণ্য হইয়। পড়ে। যাহাঁহউক তাক্ষিপুটের প্রান্ত কোন প্র কণর রাসায়নিক বা মেকনিক্যালু কারণে অপায় গ্রস্তু হইয়ু, এইরূপ ঘটন। সচরাচর অভূদিত হইয় থাকে; তদ্ব্যতীত অন্য কোন পীড়fকারণে তাতি কদাচিৎ উৎপন্ন হইতে দেখা যায়। সম্প্রতি ডাক্তার ম্যাকনামার সাহেব এইরূপ একটা স্থল চিকিৎসা করিয়াছেন। অক্ষিচিকিৎসালয়ে আসিবার প্রায় তিন মাস পূর্ব্বে এই ব্যক্তি একটা শার্দ্দল দ্বারা প্লুত হইয়াছিল। তাহতে শার্দ্দলের হস্ত দ্বারা ঐ ব্যক্তির ললাটদেশ হইতে মুখমণ্ডলের বাম শ্বি পর্য্যন্ত সমুদয় স্থান ভয়ানক ক্ষত হইয়া গিয়াছিল। অক্ষিপুটের অধিকাংশ চর্ম্ম ছিন্ন হওয়ায়, উক্তাদের অন্তরস্থ অৰ্দ্ধাংশ পরস্পর সংযুক্ত হইয়া যায়; সুতরাং তৎকালে রোগী চক্ষুৰুর্ম্মীলন করিতে পারিত না। ইহাতে ঐ ব্যক্তি কেবল বিগতশ্রণী হইয়।ছিল এমত নহে, উহার উক্ত চক্ষু সম্পূর্ণ অব্যবহার্য হইয় পড়িয়াছিল। মেকানিক্যাল কারণোদ্ভূত অন্যান্য সংযোজন স্থলের ন্যায়, এই রোগীর, আক্ষিক ও পুটীয় উভয় কনজংটাইভ পরস্পর মিলিত হইয়া গিয়াছিল। চিকিৎসা -—আজন্মজ, অথব! কোন প্রকার অপায় কারণে অক্ষিপুটদ্বগ পরস্পর সংযুক্ত হইলে, উক্ত সংযুক্ত স্থানের নিম্ন দিয়া ডাইরেক্টর নামক শলাকা প্রবিষ্ট করিয়া, একথানি ছুরিক বা কাঢ়ি দ্বারা ঠিক সংযুক্ত স্থান কর্ত্তন করিতে হয়। যতদিন পর্যন্ত উভয়াক্ষিপুটের প্রান্তদ্বয়

  • Drs. IIackley and Roosa's translation of Stollwig Von Carigu on “Th: Esc". p. 386.