পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যাস্থিল্যাজম। `Rసె

  • ৭। অনেকানেক স্থলে নেবা দেখিতে পাওয়া যায় ম! বটে, কিন্তু তথাপি রোগী সময়েই যক্লডের যান্ত্রিক বিশৃঙ্খলা ভোগ করিয়া থাকে, এরূপ শুনিতে পাওয়া যায়। e
  • ৮। পুৰুষ জাতি অপেক্ষ। স্ত্রীলোক দিগেরই এই রোগ সচরাচর অধিক পরিমাণে হুইয়া থাকে। উছাদের অনুপাত ১: ২।
  • ৯। এই রোগের সমুদায় স্থলে প্রথমে অক্ষিপুটে জ্যাস্থিলাজমিক কলঙ্ক সকল আবিভূত হয়; এবং উহার শতকরা ৮ জ্বাগের অধিক তান্য স্থামে বিসরিজ হয় মা।
  • ১০। এই কলঙ্ক সকল বামপাশ্বে ও ইমার ক্যামথসের নিকটেই প্রায় উৎপন্ন হুইয়া থাকে।
  • ১১। জ্যান্থিল্যাভূমিকৃ কলঙ্ক সকলে ভাবি রোগ নির্ণয় হয় না। ভাবি পীড়া অপেক্ষ তদ্বারা গত পীড়াই সম্যক উপলব্ধ হইয় থাকে।
  • ১২। যে সবল কারণে অক্ষিপুটের পরিপোষণে, বিশেষতঃ ভক্রত্য চর্মের বর্ণসঞ্চয়ে পুনঃ২ পরিবর্তন ঘটে, সেই সকল কারণে উক্ত কলঙ্ক সকল অভু্যুদিত হওয়া নিতান্ত অসম্ভব নহে। সিক হেডেক (Sick headache) নামক শিরঃপীড়া, ওভ্যারি (Ovary) অর্থাৎ অগুণধার বা জরায়ু কোষের পীড়া, স্নায় সম্বন্ধীয় ক্লান্তি, গৰ্ব বা অন্য কোন কারণে যাহীদের চক্ষুর চতুস্পার্শ্ব কৃষ্ণবর্ণ হইয়া যায়, তাহদেরই এই রোগ জন্মিতে পারে। এই নিমিত্ত পিত্তাধিক্য ব্যক্তি এবং স্ত্রীলোকদিগেরই এই রোগজন্মিয়া থাকে।

“ ১৩। উল্লিখিত যে সকল কারণে অক্ষিপুটের এক বর্ণপদার্থের ব্যত্যয় হইয়া থাকে, তন্মধ্যে যকৃতের পীড়ণ একটী প্রধান কারণ। ইহাতে এই উপলব্ধ হইতেছে যে, এই রোগের গুৰুতর স্থলে হিপ্যাটিক রোগ (Hepatie) অর্থাৎ যকৃতেরপাড়াও সঙ্গেং আৰিভূত হয।”

  • Lancet. vol. i. 1871, p. 410.