পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। DISEASES OF THE LACHRYMAL PASSAGES. ল্যাক্রিম্যাল প্যাসেজ অর্থাৎ অক্রপথ সকলের রোগ সমূহ। পংট1 এবং ক্যামালিকিউলি অর্থাৎ অশ্রু প্রণালীর স্বামীপসরণ ও অবরোধ— DDDDDBB BBB BBB BBBBB BBBSBBB BBBB BBBBBS অশ্রু-গ্রস্থির রসনিগমে বিশ্বখলা—ইপিফেণর অর্থাৎ স জলনেত্র—ল্যাক্রিম্যাল-সিষ্ট এবং মেত্রমালী। পংটার স্থানাপসরণ ও অবরোধ —মুস্থ চকুতে গংষ্ট র্থাৎ অশ্রুর দুইটা পংটম বা দ্বীর অক্ষিগোলকে লিপ্ত হইয় থাকে; সুতরাং তাক্ষিপুর্টস্বয় না উলটাইলে উহাদিগকে দেখিতে পাওয়া যায় না; চক্ষু মুদিত থাকিলে,পংটা লেকয় ল্যাক্রিম্যালিস্ অর্থাৎ অশ্রদ্ভদে অবস্থান করে; এই নিমিত্ত মমুষ্যের নিদ্রিত ও জাগল্পিত উভয় অবস্থাতেই অশ্রু পংটমূদ্বয়ের অভ্যন্তর দিয়া অশ্র১৮শ, প্রতিকৃতি। প্রণালী (ক্যানলিকিউলি), অশ্রথলি (ল্যাক্রিমাগল স্যাক ও নাসা প্রণালীতে (নেজাল ডক্ট) প্রবহমান হইয় আসিয়া, পরিশেষে নাসিক য় পতিত হয় | (১৮শ, প্রতিকৃতি ) কোন কারণে পংটা স্থানচু্যত হইলে, অথবা নাসারন্ধে, অশ্রু গমনের পথ অবৰুদ্ধ হইলে, অশ্রীহুদে নিঃস্থতাশ্রঃ o সঞ্চিত হইয়া, কালক্রমে উৎ প্লাবিত ও গণ্ডদেশ দিয়া প্রবাহিত হওতঃ, রোগীকে বিলক্ষণ অসুবিধা প্রদান করে। অশ্র কেবল এই রূপেই নিঃস্থত হয় এমত নহে; কিয়ৎ পরিমিত অশ্র কণিয়ার সম্মখে সতত ভাসমান থাকিয়া চক্ষুতে আলোক রশ্মি আসিবার পথ প্রতিরোধ করে; সুতরাং রোগী সুস্পষ্ট দর্শনের নিনিত্ত অনবরতঃ উক্ত অশ্রু মোচিত করিতে থাকে; এবং পরিশেষে চক্ষু দীৰ্ঘকাল অশ্রু লিপ্ত হইয়া, পুরাতন কন্‌জংটিভাইটিসু রোগ এবং তদানুষঙ্গিক ঘটনা ভোগ করে।