পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ ৷ অঞ্চপথ সকলের রোগ সমুহ। থলিকেও পীড়িত করিয়াছে বলিয়া ভ্রম হইতে পারে *। কারণ আমরা দেখিতে পাই যে, এই অবস্থানে স্ফোটক উৎপন্ন ও উদ্ভিন্ন হয়, অথচ অশ্রষন্ত্রকে পীড়িত করে না। এইরূপ স্থল সকলে অশ্রথলিতে পীড়ার কোন প্রকার পুর্বলক্ষণ প্রকাশমান না হইয়া স্ফোটকের উদয় দেখিতে পাওয়া যায়। সহসা প্রদাহ উপস্থিত হয়, এবং তৎসঙ্গে২ সচরাচর বিশেষতঃ তৎসময়ে রোগী শারীরিক দুর্ব্বল থাকিলে ইরিসিপিলাস প্রদাহ অবিভুত হইয়া থাকে। অক্ষিপুট সমধিক স্ফীত হইয় উঠে; এবং ' অশ্রথলির উপরিস্থিত স্ফোটকের প্রতিচ পে অশ্রু নিঃসরণবস্থাও প্রকাশমান থাকিতে পারে। কতিপয় দিবস অতীত হইলে, পূযেtৎপত্তি হইয়। স্ফোটকের মুখ উদিত হয়; এবং তাঁহা হইতে কিঞ্চিৎ পূয় নির্গত হইয় পড়িলে, অত্যপ দিবসের মধ্যেই পীড়ার সমুদয় চিত্ত্বই অপনীত হুইয়া যায় } চিকিৎসা —রোগের প্রথমাবস্থায় থলির উপরিস্থ চর্ম্মে উগ্র নাইটেট অব সিলভার সলিউশন চিত্রিত করিয়া দিতে হয়। তৎপরে, যদি পুয়োৎপত্তি হইয় পড়ে তবে স্ফোটক বিদীর্ণ করিয়া যতদিন পর্যন্ত না পূয়েtৎপত্তি স্থগিত হয়, ততদিন পর্যন্ত উহাতে পোলটিস সংলগ্ন করা বিধেয়। ক্ষত শুষ্ক হইয় অত্যপে দিনের মধ্যেই উক্ত অংশ প্রকৃত অবস্থায় পরিণত হয় |

  • Too osta (Deficient Secretion of Tears) — fro ৯৩ পৃষ্ঠায়, এরূপ কোন২ রোগের নামোল্লেখ করা গিয়াছে, যাহাতে অশ্রগ্রন্থি পীড়িত হইতে পারে। কিন্তু অশ্রুগ্রন্থি বাহ্যিক কোন প্রকার কারণ ব্যতীতও অশ্র নিঃসরণে স্থগিত হয়, এরূপ সচরাচর দেখ। গিয়া থাকে। কিছুকাল বিগত হইল, ডাক্তার ম্যাবনামীর সাহেব এইরূপ একটা স্ত্রীলোককে চিকিৎসা করিয়া ছিলেন। এই স্ত্রীলোকের চক্ষু হইতে কখন এক মূহুর্ভের নিমিত্তেও অশ্রু বিগলিত হয় নাই। অশ্রাগ্রন্থি হইতে অশ্রু নিঃস্থত নু হওয়ায়, সে ক্রন্দন করিতে সম্পূর্ণ অপারগ ছিল। কিন্তু এবম্বিধ কেশন২ স্থলে, যেরূপ চক্ষুর নীরসভা ও অন্যান্য অসুবিধ ঘটিতে দেখা গিয়া থাকে, এই রোগী তস্কপ কোন অসুবিধা কিঞ্চিম্মাত্র ভোগ করে নাই | এরূপ স্থলে অশ্রাগ্রন্থিকে পুনর্ব্বার স্বকার্যে রত করিতে পারা যায় না; কিন্তু প্রত্যহ তিন কিম্বা চারি বার করিয়া ক্ষীণবল সলিউশন, অৱ পোটাস চক্ষুতে প্রদান করিলে, পীড়াজনিত চক্ষুর নীরসভা অনায়াসেই অপনীত হইতে পারে। এক ঔন্স জলে দুই চারি ফোট লাইকর পোটলসি মিশ্রিত করিয়া, এই ক্ষীণবল সলিউশন প্রস্তুত কর। গিয়া থাকে।

Lawrence “on Discases of the cyc' p. 807.