পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষত। ১৭১ গিয়ছে। শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে সমুদ্ভূত এবম্বিধ অর্ব্ব দু যাদ্ধপ পরিণামে পর্য্যবসিত হইয়া থাকে, অত্যুৎপাদক ক্রিয়। জনিত (Hypergenetic process) স্কুরোটিক হইতে উৎপন্ন উক্ত ক্ষুদ্র পিচ্ছিলার্ব্বদের (Gummy tumour) ofHelfās fāzē SIHot 1. نی এই রোগ ক্রমশঃ মৃদুই বfদ্বত হয় এবং/ কথন২ অনেক মাস পর্য্যন্তও স্থায়ী হইতে পারে। কিন্তু উহা স্বভাবতঃ অীরোগ্য মুখেই ধাবিত হইয়া, পরিশেষে অদৃশ্য হইয়া যায় 1 বিশেষ বিবেচনা না করিয়া, কষ্টিক্‌ ব। তজ্জাতীয় অন্য কোন ঔষধ উহার উপরিভাগে প্রদান করিলে, উহার বৃদ্ধি হইয় থাকে; সুতরাং তাহ প্রদান করা কোন মতেই বৈধ হয় না। চিকিৎসা –প্যাড় এবং ব্যাণ্ডেজ দ্বারা সমাবদ্ধ করিয়া চক্ষুকে বিশ্রাম প্রদান করা উচিত। সাধারণতঃ আইওডাইড অৱ পটাসিয়ম, বাইক্লোরাইড অব মাকরির সস্থিত একত্র করিয়া সেবন করিলে, এবং তৎসঙ্গে২ সৎ পথ্যহারী হইলে, এই সকল প্যারেনকাইমেটস্ বিম্বেtৎপত্তি লুপ্ত হইয়া যায়। পীড়িত স্থানে কোন প্রকার প্রলেপন ব্যবহার করিলে, উপকারের সম্ভাবন দূরে থাকুক, বরং অপকারই ঘটিয়া থাকে। কিন্তু যেস্থলে এই ইপিন্ধুেরাইটুি রোগ উপদংশ পীড়ার অনুবর্তী নহে, তথায় প্রত্যহ দুইবার করিয়৷ অৰ্দ্ধ গ্রেণ ক্লোরাইড অব জ্বিংক এক ঔন্স জলের সহিত মিশ্রিত লোশন, চক্ষুতে ফোট২ প্রদান করিলে অনেক সুবিধাও উপকার হইতে পারে। স্কুরোটিকের ক্ষত (Ulcoration) –নিষ্টার বোম্যান সাহেব এবম্বিধ একটী অত্যন্ত ত রোগ বর্ণনা করিয়াছেন। উহ “স্কারোটিকর ক্ষুদ্র দুরপনেয় ক্ষত”।* সম্প্রতি ডাক্তার ম্যাকনামার সাহেবও এতদ্রুপ রোগাক্রান্ত একটি রোগীকে চিকিৎসা করিয়াছেন। রোগীর শারীরিক অবস্থা নিতান্ত মন্দ, কণিয়ার নিকটে পর্য্যায়ক্রমে দুই চক্ষুতেই ক্ষত হইয়াছে। দেখিয়া বোধ হইল যে, স্কুরোটিক হইতে অত্যপ পরিণিত স্থান সমুৎকীর্ণ হইয়াছে। দক্ষিণ চক্ষুতে উহ। গভীর রূপে বিস্তৃত হওয়ায়, তদ্বারা স্কুরোটিক সম্পূর্ণ বিদ্ধপ্রায় দৃষ্ট হইল। এবম্বিপ দুরারোগ্য পীড়ায় রোগী চক্ষুতে যথেষ্ট যন্ত্রণ, তালে কাতিশয্য এবং অপরিমিত অশ্র-বিগলন ভোগ করিয়গছিল। স্কুিরো-কোরইডাইটিস র্যানটেরিয়র (Sclero-Choroiditis Anterior) শব্দে এই বুলিতে হইবেক যে, কোরাইডের এবং স্কুরোটিক পর্দার (Tunic) কোন সীমাবদ্ধ স্থানে পীড়া হইয়াছে। এই পীড়া

  • Bowman, “Parts conce.ucd in Operations ou the Eye,” Appendix, p. 109.