পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিতত্ত। fh A ది مسیح প্রথম অধ্যয়। চক্ষুর শারীরতত্ত্ব ও অবস্থান-কৌশল। চক্ষুর শারীর-তত্ত্ব। অবিটো-অকিউলার fie (ORBITo-OcULAR SIEATH.) বা অক্ষিকোটরস্থ অক্ষি-কোষ। অক্ষিগোলক একটী সূত্রময় কোষদ্বারা আরত আছে। অক্ষিকোটরের শীর্ষ-কোণ উক্ত কোষের প্রারম্ভ স্থল। উহ। তথা হইতে ক্রমে অপটিক নর্ত বা দৰ্শন-স্নায়ুর সহিত মিলিত হইয়া, তাহকে সংবেষ্টন করত, ক্রমশঃ অপ্রতিরোধিত ভাবে গমন করিয়া, পরিশেষে কণিয়াপ্রান্তভাগের পশ্চাদিগে, দুই এক মানরেখা (Line) অন্তরে স্কুরোটিকের সহিত জড়িত হইয়াছে “ এই কোষকে ইংরাজী ভাষায় অর্বিটো-তাকিউলীর শিথ বা ক্যাপসিউল অব টনন (Capsule of Tenon) <EC e, «total ভাষায় উহাকে অক্ষি-কোটরস্থ অক্ষিকোষ শব্দে নির্দেশ করা গেল। উচ্চা, আক্ষিক নিরক্ষত্তের নিকট, তির্যাক-পেশীর (Obliqui muscle ETAfÈHfF THET ) pszi (Tendons টিণ্ডন্স ) দ্বারা এবং অগ্রভাগে সরল-পেশীর ( Recti muscle রেক্টই মসল) কণ্ডরীদ্বারা বিদ্ধ হইয়া, তাহদের ১ম প্রতিকৃতি। a, b, c, d, সরল-পেশী সকলের বিভাগচয়; e, c, ক্যাপসিউল আৰু मिन्; g.८,क्लाप्द्रान्जि, ड्रेश्। श्ड्रेष्ठ ক্যাপসিউল অৰু টিন উন্মোচিত করা হইয়াছে; f বিভাজিত দর্শন স্বায়ু। সহিত মিলিত হইয়াছে। প্রথম প্রতিকৃতি দেখিলেই এই বিষয় স্পষ্টরূপ বুলিতে পারা যাইবে। এই রূপ ঘটনা হওয় ভে, যেমন উর্ব্বস্থি-মস্তক