পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· &) চক্ষুর শারীরতত্ত্ব। আক্ষিক কনজং টাইভাতে প্যাপিলি দৃষ্ট ছয় না। উহা শিথিল-সংযোজক-বিধান দ্বারা ক্যাপসিউল অব টিননের সহিত আবদ্ধ থাকিয়া, অগ্রদেশে স্কুরোটিকের সহিত মিলিত আছে। ইহাতে বহিঃস্থ ও অন্তরস্থ দ্বিবিধ রক্তবহা-নাড়ী-দল সঞ্চালিত হইতেছে। বহিঃস্থ মাড়ীগণ প্যালপিব্র্যাল ও ল্যাক্রিম্যাল ধমনীর শাখা সমূহ হইতে এবং অন্তরস্থ নাড়ীগণ মস্কিউলার ও সিলিয়ারি ধমনী হইতে উৎপন্ন হইয়াছে। উছারা কণিয়ার পরিধিকে সংবেষ্টন করতঃ পরস্পর মিলিত হইয় একটা নাড়ীচক্র উৎপাদন করিতেছে। এই নাড়ী-চক্র হইতে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা নির্গত হইয়া, স্কুরোটিক্‌কে বিদ্ধ করতঃ, আইরিস (আলোকাবরণী) ও কোরইডের ( কৃষ্ণবিরক ) রক্তবহ নাড়ীগণের সহিত মিলিত হইতেছে। এই নিমিত্ত যখন এই শেষোক্ত বিধানদ্বয়ে অর্থাৎ কৃষ্ণবরক ও আলোকবিরণীতে রক্তাধিক্য হয়, তখন কর্ণিয় বেষ্টিত নাড়ী-চক্রও (Zone of vessels) অত্যন্ত স্ফীত ও রক্তপূর্ণ হয়; সুতরাং তাঁহাতে স্কুরোটিক জ্বেীন অৱ ভেসেলস বা শ্বেতাবরকীয় নাড়ী-চক্র সমুৎপাদিত হয়। এই শ্বেতাবরকীয় নাড়ী-চক্র আরথিটিক্‌ রিং নামেও খ্যাত আছে। চক্ষুর আভ্যন্তরীণ রক্ত-পরিচালনের কোন বিশ্ব স্থলত ঘটিলে, কেবল এই অীরথ্রিটিকুরিং প্রধানতঃ পরিদৃশ্যমান হয় বলিয়া, তদুল্লেখ আমাদিগকে পুনঃ পুনঃ করিতে হইবেক। কনজংটাইভার শিরা সকল (Weins) মস্কিউলার এবং ল্যাক্রিম্যাল শিরীসকল দ্বারা ক্যাভার্ণস সাইনস (Cavernous sinus) Ngoy (sos. নেজাল আছি (Nasal arch) fwsi onstitä cois-titão-fool (Angular veins য়্যাঙ্গুলার ভ্যেইন্স) মধ্যে স্বাভ্যন্তরস্থ শোণিত নিঃস্থত করতঃ শূন্য গর্ত হইয় পড়ে। সুতরাং কোন কারণ বশতঃ, কোরইডের ভ্যাস। ভটিকোসার (Vasa-vorticosa) মধ্য দিয়া চক্ষুষ শিরাতে (অপথ্যালমিকৃ ভ্যেইন্স ) শোণিত পরিচালনের কোন বাধা জন্মিলে, কনজংটাইভার শিরা সমূহ দিয়া এক প্রকার sity afwat wifasińR (Collateral circulation) ঘটয়া থাকে। গ্রকোম৷ (Glaucoma) রোগে সচরাচর এইরূপ ঘটনালক্ষিত হয়। আর উক্ত পরিচালন প্রযুক্ত কোরইডের পুরাতন পীড়াসকলে কনজং টাইভায় কতকগুলি বৰ্দ্ধিত ও ৰক্র বাহ-রক্তবহু-নাড়ী দৃষ্টি গোচর হইয়া থাকে। zofol (CoENEA.) কর্ণিয়াকে বাঙ্গল ভাষায় স্বচ্ছাবরক শব্দে নির্দেশ করা গেল। কশিয়া স্কুরোটিকের রূপান্তর মাত্র। উহা এরূপে নিৰ্মিত, যে, কেবল অন্তর্বাহশক্তি (Endosmosis) দ্বারাই পরিপোষণ লাভ করিয়া থাকে। তন্নিমিত্ত উছাতে রক্তবহুনাড়ী মণ্ডলের (Vascular system) আর প্রয়োজন হয়