পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুর শারীরতত্ত্ব। 영 ম। কারণ উছাতে রক্ত-বহা নাড়ী থাকিলে উছার স্বচ্ছতার অনেক ব্যাঘাত জন্মিত। কলিয়ার সকল স্থানই সমান স্কুল; কেবল পরিধিভাগে উছ সুবিধ মত ঢালু থাকায়, তদুপরি স্কারোটিক্‌ আসিয়া পড়িতেছে বলিয়া, কেবল সেই স্থানই অপেক্ষাকৃত অধিক স্থূল। কর্ণিয় তিনটীস্তরে (Lamina) বিভক্ত। বহিস্থর—যাহাকে কনজংটাইভ্যাল স্তর কহে, তাহ বিধান-বিহীন মেন্ত্রেণ বলিয়া স্পষ্ট প্রতীয়মান হয়। উহার অগ্রপ্রদেশ ইপিথিলীয়্যাল সেলের কতকগুলি পর্দা দ্বারা তাৱত আছে। পশ্চাৎ প্রদেশে, উহা হইতে কতকগুলি প্রবৰ্দ্ধন অভ্যন্তর দিকে গমন করিয়া, তলবত্তী স্তরের সৌত্রিক-ভূত-পদার্থের সহিত মিশ্রিত হইতেছে। মধ্য স্তরই কণিয়ার প্রধান ভাগ। উহার সৌত্রিক-বিধানে।পাদন সকল উপযুপিরি বহুতর স্তরে সন্নিবিষ্ট। যাহাহউক, এই সকল পরস্পরসংস্পৰ্শী স্তরমধ্যে বিলক্ষণ যোগাযোগ থাকায়, উহার পরস্পর গাঢ় সম্বন্ধে সম্বন্ধ আছে। উক্ত সৌত্রিক বিধানোপাদান এবং স্তর সকলের মধ্যে অসংখ্য ব্যবধান-স্থানও আছে। অপিচ উহার অধিকাংশ ব্যবধানে লম্বিত নিউ ক্লিয়স (Neucleus) অবস্থান করে; এবং বোধ হয়, জীবিতশরীরে তাহারা সকলেই পরিপোষক রসদ্বারা আপ্লুত থাকে। লঙসিলিয়ারি স্নায়ুগণের শাখা সকল বহুল-জটিল ও জলবৎ হইয়া, কণিয়া মধ্যে প্রতীয়মান হয়। অভ্যন্তর-স্তর সর্বতঃ সমজাতীয়বিধানোপাদান (Homogeneous membrane) দ্বারা রচিত। ইহ, অভ্যন্তরের অর্থাৎ য়্যাকিউয়স হিউমারের ( Aqueous humour) দিকে ইপিথিলীয়্যাল সেলসের দ্বারা আৱত। ডাক্তর বোম্যান সাহেব বলেন যে, উহা একবিধ স্বচ্ছ সমজাতীয় বিধানেপাদান মাত্র। উহা যদিও বিলক্ষণ ভারসহ ও অতিশয় কঠিন এবং কাচি দ্বারা ছেদন করিবার সময়ে এক প্রকার ঠুনক শব্দ করিয়া থাকে, তথাপি উহ নিতান্ত ভঙ্গপ্রবণ ও অনায়াসে ছিন্ন হইয়া যায়; এবং ছিন্ন হইলে উছার খণ্ড গুলি চতুর্দিক হইতে গোলাকারে সমুচিত হইয়া আইসে। মথ্য স্তরের সৌত্রিক বিধানের কিয়দংশ অভ্যন্তর স্তরের সহিত কণিয়ার পরিধিভাগে সংযুক্ত হইতেছে; এবং এই সংযোগ দ্বারা তিন প্রস্থ স্থত্রের উৎপত্তি হয়। তন্মধ্যে এক প্রস্থ পশ্চাদগামী হইয়া সিলিয়ারি প্রোসেসের অভিমুখে গমন করতঃ, সিলিয়ারি পেশীর এক সংযোগ স্থল হয়। অন্য প্রস্থ সম্মুখ ভাগে ধনুকাকারে বক্র হইয়া, স্কারোটিকের স্বত্রচয়ের সহিত সংযুক্ত হইতেছে। এই উভয়ের মধ্যে অত্যপমাত্র ব্যবধান আছে, তাহীকে সারকিউলার সাইনস (Circular sinus) কছা যায়। তৃতীয়তঃ আর কতকগুলি প্রস্থ পশ্চাদিকে বক্র হইয়া আইরিসে গমন করত, তথায় তাহার অগ্রবর্তী পরিধিতে সম্মিলিত হইতেছে।