পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুর শারীরতত্ত্ব। Y`> ( Plexus ) অর্থাৎ স্নায়ুজীল উৎপাদন করিয়া, সঙ্কোচক এবং প্রসারক পেশী সকলের পরিপোষণের নিমিত শাখাসমূহ বিস্তার বরিতেছে। ১ মতঃ–“অ’াইরিস সঙ্কোচ কবিপণনোপণদণন সকলের (রক্তবহুণ-নাড়ী ও পেশীগণের ন্যায় ) সাধারণগুণের প্রকৃত উদণহরণ স্থল। যে কারণ শৃঙ্খলে উহার এই গুণ উৎপাদিত হয়, তাহণর কতক মনুষ্যের স্বকীয় ইচ্ছণর উপর নির্ভর করে; আর কতক বাহ্যিক কারণ অথবা অণুবেগ (molecular force) সম্ভত। যদি শরীর হইতে চকু বহির্গত করিয়া লণ্ডয়। যায়, এবং চক্ষু হইতে আবার আইরিস পৃথকৃরুত হয়, তাহ হুইলে, তালোক এবং তাপপরিবর্তনদ্বারা (অর্থাৎ উহাকে উত্তশপ হইতে শীতে, শীত হইতে উত্তাপে লইয়া গেলে, ) উহা সঙ্কুচিত হইয়া যায়। আর, এরূপ মন্থষ্যও আছে, যে,তাহার স্বেচ্ছাক্রমে আইরিসকে সমুচিত ব। প্রসারিত করিতে পারে। ভেকজণতির এরূপ উত্তশপসহগুণ আছে, যে, তাহদের আইরিস রৌদ্রে অনেকক্ষণ পর্য্যন্ত স্থিরভাবে থাকিতে পারে। ২যতঃ–চক্ষুতে কি পরিমাণে তালোক-প্রবেশের প্রয়োজন হয়, আইরিসের স্বায়ুসকল তাহার সুশৃঙ্খল। সম্পাদন করিয়া থাকে; কিন্তু অন্যান্য জ্ঞানোৎপাদক কারণে ইহার গতি বৰ্দ্ধিত হইয় থাকে। ক্লড বার্ণার্ড সাহেব পরীক্ষণ করিয়া দেখিয়াছেন, যে কেশন ডস্তুর সায়েটিক ( Sciatic ) স্নাযু হইতে পঞ্চম স্নায়ু পর্যন্ত স্পর্শদশ্নায়ুর (সেন্সিটিহুনার্ভ) যে সকল শপথ আছে, তাহার কোনটীতে চিমটি কাটিলে, তজ্জনিত যন্ত্রণ অক্ষিপুটদ্বয়কে উন্নীলিত এবং তাক্ষিপুত্তলি চণকে প্রসারিত করে ”।* ইহ স্পষ্টই সপ্রমাণিত হইতেছে, যে, তালোকোত্তে জে কনানিকার সঙ্কোচন, রেটনার উত্তেজিতাবস্থা হইতেই প্রতিফলিত কার্য্য দ্বারা হইয়। থাকে। এই আলেণকান্তভব তৃতীয়স্বায়ু দ্বারা তাইরিসের সাকুলার বা বৃত্তণকণরপেশীতে উপনীত হয়। কারণ, কেবল এই তৃতীয় স্নায়ুর মোটর ( Motor ) বা গতিদ স্বত্র সকল দ্বারাই তাইরিসের উক্ত সাকুলার পেশী সমুচিত হইয় থাকে; সুতরাং যদি তৃতীর স্নায় বিনষ্ট হইয়। যায়, তবে চক্ষুর কনীfনক প্রসারিত হইয় পড়ে, উহ। তার সঙ্কুচিত হইতে পারে না। অপরন্তু ক্রমশঃ বিস্তৃত (Radiating ) সুত্রসকল সমবেদনয়ায়ু দ্বার। কার্যক্ষম অর্থাৎ প্রসারিত হইতেছে; সুতরাং গ্রীবাদেশের সমবেদন স্নায়ুৰিভাগ কর্ত্তন করিলে অক্ষিপুতলিক। সঙ্কচিত হইয় পড়ে কিন্তু উহ উত্তেজিত হইলে আক্ষিপুত্তলিক প্রসারিত হয়। ডাক্তর ডণ্ডার্স সাহেব বলেন, সে, সমবেদন স্নায়ু দ্বার। তাইরিসের রেডিয়েটিং স্বত্র সকলের স্থায়ী ধাতুবৰ্দ্ধন হয়। এইরূপে তাক্ষিপুত্তলিকার প্রসারক

  • Dr. Laycock, Medical Times and Gazette, 1871. Vol. i. p. 151.